লকডাউন! বন্ধ কেনাবেচা। দাম না থাকায় মাটিতে পচেই নষ্ট হচ্ছে কৃষকের ফসল। দুশ্চিন্তায় ঘুম উড়েছে দক্ষিণ দিনাজপুরের কুমড়ো চাষীদের

0
452

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৩০ মে––– লকডাউনের জেরে বন্ধ কেনাবেচা। দাম না থাকায় মাটিতে পচেই নষ্ট হচ্ছে কৃষকের আবাদি ফসল। দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে দক্ষিণ দিনাজপুরের  কুমড়ো চাষীদের। চলতি  লকডাউনে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বালুরঘাট ব্লকের কুমড়ো চাষীরা। আর যার জেরে একপ্রকার  ঘুম উড়েছে সকলের । 
কৃষকদের দাবী, একদিকে ঝড় বৃষ্টি তার উপর টানা লকডাউনে কৃষিজাত ফসল বিক্রি করতে পারছেন না। লকডাউনের কারনে মিষ্টি কুমড়ো কিনতে আসছেন না মহাজনরা। আবার কেউ এলে তেমন দামও মিলছে না। এমত অবস্থায় একপ্রকার খোলা আকাশের নীচে পড়েই নষ্ট হচ্ছে হাজার হাজার টাকার মিষ্টি কুমড়ো। লকডাউনের এমন পরিস্থিতি আরও কিছু দিন চললে ব্যাপক ক্ষতির পাশাপাশি না খেয়েই মরতে হবে এলাকার কৃষকদের বলেও জানিয়েছেন কুমড়ো চাষীরা।
 পলিমাটি অধ্যুষিত হওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভৃগু, বোয়ালদাড় এবং বোল্লা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় প্রতিবছরই ব্যাপক মিষ্টি কুমড়োর চাষ হয়। এলাকার কয়েক হাজার কৃষক এই মিষ্টি কুমড়ো চাষ করেই চলতি মরশুমে জীবন জীবিকা নির্বাহ করেন। যে হিসাবে এবারও বালুরঘাট ব্লকে প্রায় ১৩০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ো চাষ করেছেন বলে কৃষি দপ্তর সুত্রের খবর। কৃষকদের কথায়, বিঘা প্রতি কুমড়ো চাষে খরচা হয় প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা। এক বিঘা জমিতে স্বাভাবিক পদ্ধতিতে যার ফলন হয় প্রায় ৫০ থেকে ৬০ কুইন্টাল। বাজার ঠিক থাকলে প্রতি বিঘায় ৮ থেকে ১০ হাজার টাকা লাভ করেন কৃষকেরা। এবারে অনুকুল পরিবেশে ফসল ভালো হলেও লকডাউনের জন্য দাম নেই মিষ্টি কুমড়োর। আর যার কারনে ফসল বিক্রিও করতে পারছেন না কৃষকরা। জমি ও বাড়িতে খোলা আকাশের নিচে পড়ে পড়েই নষ্ট হচ্ছে আবাদি ফসল । অন্যান্য বছর প্রতি কেজি কুমড়োর দাম ৭-১০ টাকা হলেও, এবারে সেই কুমড়ো মাত্র ২-৪ টাকা দরেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকেই। আর যার ফলে চাষের খরচও উঠছে না কৃষকদের ৷ এমন পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে জেলার কুমড়ো চাষীদের। 

কুমড়া চাষী রামজীবন বাস্কে, অমল বাস্কে ও সঞ্জয় সরেনরা জানিয়েছেন, এবারে ফসল ভালো হলেও কেনাবেচা নেই । চাষের খরচটুকুও তোলা তাদের কাছে দায় হয়ে উঠছে । লকডাউন তাদের মাথায় বজ্রাঘাত এনে দিয়েছে। অতিদ্রুত এই সমস্যা না কাটলে তাদের পথে বসতে হবে। না খেয়ে মরতে হবে সকলকে। এখন থেকেই পচতে শুরু করেছে কুমড়ো ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here