লকডাউন, দুবছর পর বালুরঘাটে বসলো মালদার আমের বাজার, কম দামেও খদ্দের না মেলায় মাথায় হাত ব্যবসায়ীদের

0
586

লকডাউন, দুবছর পর বালুরঘাটে বসলো মালদার আমের বাজার, কম দামেও খদ্দের না মেলায় মাথায় হাত ব্যবসায়ীদের 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ জুন— লকডাউনের জের,  দুবছর পর ফের চালু হলো বালুরঘাট হাইস্কুল মাঠে মালদার আমের বাজার। দাম কম থাকলেও মিলছে না খদ্দের। মাথায় হাত আম ব্যবসায়ীদের। শুক্রবার থেকে চলা বৃষ্টি মাথায় নিয়ে আমের দোকান গুলিতে বিক্রি না হওয়ায় লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা।
করোনার লকডাউনের জন্য গত বছরও বালুরঘাটে দোকান দিতে পারেননি আম ব্যবসায়ীরা। মালদার ব্যবসায়ীদের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার অনেকেই এই আম ব্যবসার সাথে জড়িত। প্রতিবছর মালদা থেকে বিভিন্ন প্রজাতির আম এনে বালুরঘাট হাইস্কুল মাঠে দোকান দিতেন তারা। ট্রেনে করে আম আনতে কম খরচেই হয়ে যেতো। কিন্তু লকডাউনে এখন ট্রেনে পর্যাপ্ত আম বহন করতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে ট্রেনের পাশাপাশি বিকল্প হিসাবে গাড়ি করেও আম আনতে হচ্ছে ব্যবসায়ীদের। তারপরেও আমের খদ্দের না থাকায় একপ্রকার মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রি হলেও সাধারনের আনাগোনা না থাকায় করোনার লকডাউনের এই বাজারে হতাশ হয়েছেন আম ব্যবসায়ীরা ।
আম ব্যবসায়ী সুভাষ সিংহ, তনু সাহা জানিয়েছেন, কষ্ট করে আম এনেও বিক্রি করতে পারছেন না।অনান্য বারের থেকে দাম কম থাকলেও খদ্দেরের দেখা পাচ্ছেন না। দুবছর ব্যবসা বন্ধ থাকবার পর ব্যবসা চালু হলেও তাতে কোন লাভের মুখ দেখছেন না তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here