বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:ঘটনার সুত্রপাত বুধবার দুপুর 1 টা নাগাদ ।আলিপুরদুয়ার চৌপতি সংলগ্ন একটি হোটেলে দেহ ব্যাবসা লিপ্ত এক গৃহ বধূকে হোটেলের রুমে ঢুকে হাতে নাতে ধরে ফেলেন তার স্বামী।
অভিযুক্ত মহিলার স্বামী তার বন্ধুদের সাথে নিয়ে হোটেলে এসে তার স্ত্রীকে ধরে ফেলে । ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। চড়াও হয় হোটেলের ওপর। ঘটনাস্থলে ছুটে আসে আলিপুরদুয়ার থানার পুলিশ। আটক অভিযুক্ত মহিলা। গ্রেপ্তার করা হয় হোটেলের মালিক সহ তিনজনকে। যদিও ওই মহিলার দাবি তাকে তার স্বামীই ওখানে পাঠিয়েছিল। এক ব্যক্তি কে ব্ল্যাকমেইল করার জন্য।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার লকডাউনে হোটেলে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা । জানাজানি হতেই হোটেলে বিক্ষোভ স্থানীয়দের।