লকডাউনে ফিরে এসে গ্রামে কোনও কাজ না পায়ে অভাবের তাড়নায় মানসিক অবসাদে ভুগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক পরিযায়ী শ্রমিক

0
848

উত্তর দিনাজপুর:-লকডাউনে ফিরে এসে গ্রামে কোনও কাজ না পায়ে অভাবের তাড়নায় মানসিক অবসাদে ভুগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক পরিযায়ী শ্রমিক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামপঞ্চায়েতের কুমারজল গ্রামে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম মজরুল শেখ ( ২৯) । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পরিযায়ী শ্রমিকের এভাবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারজল গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাহিন গ্রামপঞ্চায়েতের কুমারজল গ্রামের বাসিন্দা মজরুল শেখ মুম্বাইয়ে শ্রমিকের কাজ করতেন। ছোট ছোট দুটি সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রী রয়েছে তাঁর। আচমকাই করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে শুরু হয়ে যায় লকডাউন। বন্ধ হয়ে যায় মুম্বাইয়ে শ্রমিকের কাজ। জমানো কিছু টাকা দিয়ে মুম্বাইয়ে নিজের পেট চালানোর পর পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেনের ব্যাবস্থা হলে মজরুল ফিরে আসে রায়গঞ্জে তাঁর নিজের বাড়ি কুমারজলে। পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামেই কাজের ব্যাবস্থার কথা রাজ্য সরকার ঘোষনা করলেও কিন্তু এখানে এসেও সে আর কোনও কাজ পায়নি মজরুল। চেয়ে চিন্তে ধার বাকি করে কিছুদিন সংসার প্রতিপালন করলেও অভাব অনটন দিনে দিনে বাড়তে থাকে তাঁর। ছোট দুটি সন্তান আর সন্তানসম্ভবা স্ত্রীর মুখে অন্ন তুলে দেওয়া দুস্কর হয়ে পড়েছিল তাঁর। মানসিক অবসাদে ভুগতে থাকে মজরুল। শুক্রবার সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। মূলত অভাবের তাড়নায় আত্মহত্যার পথ বেছে নেয় মজরুল এমনটাই ধারনা তাঁর আত্মীয় পরিজনদের। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here