লকডাউনের মধ্যে সরকারি চাল বিলিতে কারচুপির অভিযোগ উঠেছে এক রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনা আজ পেতেই এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করাতেই পালিয়ে জীবন বাঁচান ওই রেশন ডিলার।

0
561

শীতল চক্রবর্তী বংশীহারী, ২৬ মে, দক্ষিণ দিনাজপুর:-লকডাউনের মধ্যে সরকারি চাল বিলিতে কারচুপির অভিযোগ উঠেছে এক রেশন ডিলারের বিরুদ্ধে। ঘটনা আজ পেতেই এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করাতেই পালিয়ে জীবন বাঁচান ওই রেশন ডিলার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ব্লকের এলাহাবাদ গায়েন পাড়া মোসলেম আলীর রেশন ডিলারের।

গ্রামবাসীদের অভিযোগ এর আগেও ওই ডিলার মোসলেম আলীর রেশন ডিলারের কাছ থেকে সাতাশটি গ্রামের প্রায় 5000 এর মতো ক্যাডের  মাল লোকজন নিয়ে থাকেন। কিন্তু তিনি লকডাউন এর মধ্যেই সরকারের বঞ্চিত প্রাপ্য জিনিস থেকে কম দিচ্ছেন বলে মূল যোগ তাদের। যদিও তাকে খোঁজ করতে স্টার সংবাদের তরফে যাওয়া হয়েছিল তাকে খোঁজ পাওয়া যায়নি তার পরিবারের লোকজন জানিয়েছেন তিনি কোথায় গিয়েছেন তারাও জানেন না। প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন ।


  গ্রামবাসীদের অভিযোগ এলাহাবাদ গায়েন পাড়া মুসলেম আলি রেশন ডিলার সাতাশটি গ্রামে প্রায় 5000 কার্ডের রেশন দেওয়া হয়। এর আগেও গত দু'মাস আগে অভিযোগ উঠেছিল রেশনের যে প্রাপ্য মাল পান সেই মাল তারা তার থেকে কম দেওয়া হচ্ছে। এবারও লকডাউনের মধ্যে সরকারি তরফ থেকে চাল আটা গম দাওয়া হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে গ্রামবাসীদের অভিযোগ রেশন ডিলার মোসলেম আলী সেই মাল কম দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। মঙ্গলবার  বিকেলবেলা এরকম ঘটনা ঘটাতে এলাকার প্রচুর পরিমাণের লোকজন তাঁর ওপর চড়াও করেন রেশন ডিলারের দোকানের সামনে বিক্ষোভ দেখালে রেশন ডিলার পালিয়ে যান। 
 গ্রামবাসী জরুবদ্দিন আহমেদ, নুরুল হোসেন,  শরিবদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন আমরা কার্ডে যতখানি মাল পাই তার থেকে কম মাল দিয়ে আসছে।   তিনটি কার্ডে 12 কিলো চাল 9 কিলো গম সাড়ে চার কিলো আটা পাব কিন্তু আমাদের 12 কিলো চাল 9 কিলো গম আর দুই কিলো আটা দিচ্ছে । এরকম বহু লোককে দিয়েছেন। এরকম প্রতিবার কিছু না কিছু না কিছু কম দেয় এবারও কম দিচ্ছে। গত দুমাস আগে রেশনের মাল কম দেওয়া নিয়ে ঝামেলা হয়েছিল। যদিও সেবার স্থানীয় নেতারা সেই সমস্যার সমাধান করে দিয়েছিলেন তারপরে আবার আজকে বিকাল বেলা আমাদের মাল কম দিচ্ছে।প্রত্যেক রেশন ডিলার কয়েকদিন আগে থেকেই মাল দিতে শুরু করেছে কিন্তু আমরা আমাদের রেশন ডিলার মোসলেম আলী আজকে থেকে মাল দিতে শুরু করেছেন তাও আবার কম দিচ্ছেন।  আমরা চাই এই রেশন ডিলারের লাইসেন্স বাতিল করুন।

এর পরে তিনি সেখান থেকে পালিয়ে যান বলে খবর । যদিও তার খোঁজে স্টার সংবাদ সেখানে গেলে তাকে পাওয়া যায়নি। যদিও রেশন ডিলারের ভাই আব্দুল বাসেত জানিয়েছেন ডিলার মোসলেম আলী আমাদের বাড়িতে থাকে খাওয়া-দাওয়া করে কিন্তু এখন কোথায় গিয়েছে সেটা জানিনা ও বলতে পারছি না। 

প্রশাসনের তরফে এই ঘটনা নিয়ে এস ডি ও মানবেন্দ্র দেবনাথ জানিয়েছেন আমি এখনই ফুড সাপ্লাই অফিসার কে জানিয়ে দিচ্ছি যেন ব্যবস্থা নেই।


এ বিষয়ে ফুড সাপ্লাই আর অফিসার স্বপ্নদ্বীপ চৌধুরী জানিয়েছেন এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি আজকে সকালেই ডিটেলস ইনকোয়ারি হয়েছে সেখানে। ইন্সপেক্টর আমাদের রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতেই আমরা ডিলারকে শোকজ নোটিশ ইসু করব এবং দোকানটার যা ডিটেলস পাওয়া গেছে ইন্সপেক্টর সেখানে ওখানে রেকমেন্ট করেছেন ডিলার কে যেনো সাসপেন্ড করা হয়। আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি এবং সাসপেনশন আজকেই করা হবে । আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি।

  এখন দেখার বিষয় এটাই যে এই রেশন ডিলার মুসলিম আলীর লাইসেন্স বাতিল করছে কিনা এবং তিনি সরকারের দেওয়া প্রাপ্য জিনিস যে চুরি করছে তার বিরুদ্ধে কড়া কড়া ব্যবস্থা নেওয়া হয় কিনা সে দিকে তাকিয়ে রয়েছে সকলেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here