রোহন- অমরদের হাত ধরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বালুরঘাটে। দীর্ঘাযু কামনা করে চলল বুড়া কালী মাতার পুজাও।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ নভেম্বর ——- রোহন, অমরদের হাত ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন বালুরঘাটে। মঙ্গলবার সকালে শহরের বহু প্রাচীনতম বুড়া কালী মন্দিরে পুজো দিয়ে সাংসদের দীর্ঘাযু কামনা করে সকলকে মিষ্টিমুখ করানো হয় তৃণমূল ছাত্র পরিষদের তরফে। যেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিল আবেগতাড়িত বহু স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা। এদিন প্রথমেই মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে ফুল, বেলপাতা দিয়ে বুড়া কালী মাতার পুজো করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। এরপরেই পুজোয় ব্যবহৃত দেবীর মিষ্টি ভোগ সকলের হাতে তুলে দিয়ে আশীর্বাদ নিয়েছেন নেতৃত্বরা।
দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরনাথ ঘোষ বলেন, ছাত্র যুবর আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৬ তম জন্মদিনে শহরের প্রাচীন কালীমন্দিরে তারা পুজো দিয়েছেন। যেভাবে কেন্দ্রের সরকার ও বিজেপি তাদের প্রিয় সাংসদের উপর আক্রমণ করছেন, সেই কারনে তার দীর্ঘাযু কামনা করে পুজো দিয়েছেন তারা।