রেশন দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামলো বিজেপি। বালুরঘাট শহরজুড়ে বিক্ষোভ মিছিল নেতৃত্বদের।
বালুরঘাট, ২ নভেম্বর —— রেশন দুর্নীতিতে শুধু প্রাক্তন খাদ্য মন্ত্রীই নন। মন্ত্রী আধিকারিক সহ দলীয় বহু নেতা কর্মীই জড়িত রয়েছেন। তাঁদের সবাইকে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। বৃহস্পতিবার এই দাবিতেই বালুরঘাটে বিক্ষোভ আন্দোলনে নামে বিজেপি। জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে এদিন শহরজুড়ে বিক্ষোভ মিছিল বের করেন বিজেপির কর্মী সমর্থকরা। যেখানে রেশন সহ সরকারী অন্যান্য প্রকল্পের দুর্নীতিতে যুক্ত সবাইকেই গ্রেফতারের দাবি তোলেন তাঁরা। সেই সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণার দাবিও করে বিজেপি।