রেশনে কেরোসিন তেলের দাম বেশি নেওয়ার অভিযোগে গঙ্গারামপুরের নীলডাঙ্গাতে বাসিন্দাদের বিক্ষোভ ৮ নম্বর রেশন দোকানে,রেশন দোকানদারকে বদলের দাবি সকলের-ব্যবস্থা নেবার আশ্বাস জেলা শাসকের,শোরগোল এলাকায়
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৮ মে।রেশনে কেরোসিন তেলের দাম বেশি নেবার অভিযোগ তুলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা এলাকায় ৮নম্বর রেশন দোকানে এলাকাবাসীরা বিক্ষোভ দেখায়।এলাকার গ্রামবাসীদের অভিযোগ,বহুবার অভিযোগের তালিকায় নাম ওঠে ,ওই দোকান মালিকের বদলের দাবি জানিয়েছেন তারা।বাসিন্দারা বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করবেন ওই রেশন দোকানে বিরুদ্ধে বলে তারা জানান।যদিও দোকান মালিক তার দোষ স্বীকার করে নিয়ে তার এটা জীবনের শেষ ভুল বলে জানিয়েছেন।জেলা শাসক জানিয়েছেন,বিষয়টি তদন্ত করে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে। গঙ্গারামপুর থানার নীলডাঙ্গা এলাকার ৮নম্বর রেশনের মালিক রয়েছেন অঞ্জলি ব্যাপারি (মন্ডল)।তার দোকানের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই বাসিন্দা ও রেশন গ্রাহকদের বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ,বহুদিন ধরেই ওই রেশন দোকানে অনিয়ম চলে আসছে। বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে অভিযোগও জানানো হয়েছে গ্রামবাসীদের তরফে।তবুও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।জিনিস বিলি করা নিয়ে বহুবার অভিযোগ উঠেছে ওই দোকানের নামে বলেও এলাকাবাসীদের অভিযোগের শেষ নেই। দোকানের গ্রাহক শিব প্রসুন রায় এলাকার গ্রামবাসী সঞ্জিত সরকার সহ আরো এক গ্রামবাসীরা অভিযোগ করে বলেন,”কেরোসিন তেলের অতিরিক্ত দাম নিচ্ছে ওই দোকানদার।তার রেশন ডিলারের অপসারণের দাবিতে জানান সকলেই।
জেলা শাসক বিজিন কৃষ্ণ জানিয়েছেন,”বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।তদন্ত করে প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
এদিনের ঘটনার পর রেশন দোকান মালিক অঞ্জলি ব্যাপারি (মন্ডল) নিজের দোষ স্বীকার করে নেন এবং বলেন,”এটাই আমার জীবনের শেষ ভুল।ভবিষ্যতে আর হবে না।”
ঘটনার খবর পাওয়ার পর সেখানে ছুটি আছে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ নীলডাঙ্গাতে ছুটে এসে বাসিন্দাদের শান্ত করে দীর্ঘ সময় পরে। এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে এলাকাজুড়ে।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর রেশনে কেরোসিন তেলের দাম বেশি নেওয়ার অভিযোগে গঙ্গারামপুরের নীলডাঙ্গাতে বাসিন্দাদের