রেল লাইনের উপর দিয়ে হাঁটার সময় রেলে কাটা পড়ে মৃত্যু হল ২৬ বছরের এক যুবকের।শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত চামটা ব্রিজের উপর দিয়ে হাঁটার সময় ঘটে এই দুর্ঘটনা।রেললাইনের উপর দিয়ে ওই যুবককে হাঁটতে দেখে ট্রেন ব্যাপক হর্ন দিলেও সরেনি ওই যুবক।এরপর ওই ট্রেনের ধাক্কায় রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হয় যুবকের।শিলিগুড়ি জিআরপি সূত্রে জানা গিয়েছে মাটিগাড়ার সিটি সেন্টারের সামনে রেল লাইনের উপর দিয়ে ওই যুবক হেঁটে হেঁটে যাচ্ছিল।আর সেই সময় ঘটে এই দুর্ঘটনা।দুর্ঘটনার দৃশ্য দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।তবে ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি।বাগডোগরা মাটিগাড়া হয়ে জংশন অভিমুখে আসা একটি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই যুবকের।শিলিগুড়ি জিআরপি ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।অপরদিকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় পাঠানো হয়েছে ওই যুবকের ছবি।অনেকের ধারণা এটি আত্মহত্যার ঘটনা,আবার পুলিশের সন্দেহ মাদকাসক্ত হওয়াতেও এই ঘটনা ঘটতে পারে,পুরোটাই ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।























