রেলের হকার উচ্ছেদ চক্রান্তের বিরুদ্ধে আন্দোলনে সরব হল তৃণমূল শ্রমিক সংগঠন।
শিলিগুড়ি:-
হকারমুক্ত রেল।এই পরিকল্পনা নিয়ে হকার উচ্ছেদ অভিযানে সামিল হয়েছে রেল দপ্তর।দীর্ঘদিন ধরেই স্টেশনে থাকা লাইসেন্সবিহীন হকারদের উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণ করেছে রেল দপ্তর।এর ফলে কয়েক লক্ষ হকার বর্তমানে রুজি রুটি নিয়ে সংশয়ে।এই সমস্যা সমাধান চেয়ে হকারদের পাশে থেকে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগঠিত করছে তৃণমূল কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সি।বিগত সময় হকারদের নিয়ে তাদের উপর জুলুমবাজি,হকার উচ্ছেদ পরিকল্পনা সহ একাধিক দাবি নিয়ে আইএনটিটিইউসির এনজেপি শাখার পক্ষ থেকে বিভিন্ন আন্দোলন সংঘটিত করা হয়।রেলের পক্ষ থেলে একাধিক আশ্বাস মিললেও হয়নি সুরাহা।সেই কারণে ফের আবারও হকার উচ্ছেদ,হকারদের উপর জুলুমবাজি,সহ একাধিক দাবি নিয়ে এনজেপি আরপিএফ অফিসে স্মারকলিপি প্রদান করল আইএনটিটিইউসি এনজিপি শাখা।এদিন সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।পরবর্তীতে পাঁচজনের প্রতিনিধি দল আরপিএফের এসিস্ট্যান্ট সিকিউরিটি কমান্ডেন্ট রজত কুন্ডগিরকে তাদের দাবি সম্মিলিত স্মারকলি প্রদান করে।সভাপতি সুজয় সরকার জানান রেলের হকারদের ইচ্ছে মতো জুলুম বাজি করছে আরপিএফ।তাদের জরিমানার পাশাপাশি জেলে পর্যন্ত ঢুকিয়ে দেওয়া হচ্ছে।অবিলম্বে তাদের উপর এই জুলুমবাজী বন্ধ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা জানান তিনি।আরপিএফ এসিস্ট্যান্ট সিকিউরিটি কমান্ডেন্ট রজত কুন্ডগি জানান,রেলের নির্দেশ মেনেই হকারদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।কোন লাইসেন্সবিহীন হকার স্টেশন চত্বরে হকারি করতে পারবেনা।তবে বৈধ হকারদের পুর্ন মর্যাদা দেওয়া হবে রেলের পক্ষ থেকে।