রায়গঞ্জ:-রীতি মেনে রথযাত্রার দিনে দেবী দূর্গার কাঠাম পুজো হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুমোরটুলি কাঞ্চনপল্লীতে। বিভিন্ন বাড়ির পুজো এবং ক্লাবের পূজোর দূর্গা প্রতিমা নির্মানের কাজ আগে থেকেই শুরু হলেও সোমবার রথযাত্রার পূণ্য তীথিতে শুভক্ষন মেনে কাঠাম পূজো করলেন রায়গঞ্জের কুমোরটুলির মৃৎশিল্পীরা। গতবার অতিমারি করোনার কারবে কোপ পড়েছিল দুর্গোৎসবে। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দূর্গাপূজো ভালোমতো হওয়ার আশায় বুক বাঁধছেন রায়গঞ্জের মৃৎশিল্পীরা।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২০২০ সালে অতিমারি করোনা সংক্রমণের কারনে মানুষের মন থেকে মুছে গিয়েছিল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গাপূজো। শয়ে শয়ে দূর্গা প্রতিমা নির্মান করলেও করোনার কারনে পূজোই করেনি অনেক বাড়ির পূজো কিংবা ক্লাবের পূজো কমিটিগুলো। পূজো করলেও অনেকেই নমো নমো করে অনাড়ম্বর ভাবে সেরেছিলেন দূর্গা পূজো। প্রতিবারই রথযাত্রার পূণ্য তীথিতে মৃৎশিল্পীরা দূর্গা প্রতিমার কাঠাম পূজো করে থাকেন। এবারেও তার অন্যথা হয়নি রায়গঞ্জের কুমোরটুলি কাঞ্চনপল্লীতে। বিভিন্ন বাড়ির পুজোর পরিবারের লোকেরা এবং বারোয়ারী পূজো কমিটির কর্মকর্তারা কুমোরটুলি কাঞ্চনপল্লীতে এসে সকাল সকাল দূর্গা প্রতিমার কাঠাম পূজো করলেন। গতবারের মতো অতিমারি করোনার কোপ এতটা না থাকায় এবারে ভালোমতো দুর্গোৎসব আয়োজনের আশায় বুক বাঁধছেন মৃৎশিল্পী থেকে পূজো কমিটির কর্মকর্তারা। করোনার দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই স্তিমিত। ধীরে ধীরে উত্তর দিনাজপুর জেলা এবং বাংলায় কমছে করোনার প্রকোপ। আর সেকারনেই এবছর ভালোভাবে দুর্গোৎসব হওয়ার আশা করছেন মৃৎশিল্পীরা। দেবী দূর্গার কাছে প্রার্থনা করছেন সকলেই যেন এবারের দুর্গোৎসব হয় আনন্দ উৎসবের।