“রিটার্ন গিফট” হিসেবে দাবি জলপাইগুড়ি পুর কর্পোরেশনের। সেই দাবিকে সামনে রেখে জলপাইগুড়ির ১৫৫তম জন্মদিন এবং নতুন বছরের প্রথম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেক উপহার পাঠালো জেলা যুব কংগ্রেস নেতৃত্ব ও যুব আইএনটিইউসি নেতৃত্ব।

0
322

জলপাইগুড়ি:-

“রিটার্ন গিফট” হিসেবে দাবি জলপাইগুড়ি পুর কর্পোরেশনের। সেই দাবিকে সামনে রেখে জলপাইগুড়ির ১৫৫তম জন্মদিন এবং নতুন বছরের প্রথম দিনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেক উপহার পাঠালো জেলা যুব কংগ্রেস নেতৃত্ব ও যুব আইএনটিইউসি নেতৃত্ব।
বৃটিশ শাসনকালে ১৮৮৫ সালে জলপাইগুড়ি পুরসভা গঠিত হয়। তারপর তিস্তা-করলা দিয়ে অনেকে জল বয়ে গিয়েছে। কলেবরে বৃদ্ধি পেয়েছে ১৩৮বছরের পুরানো জলপাইগুড়ি পুরসভা। বর্তমানে ২৫টি ওয়ার্ড নিয়ে এই জলপাইগুড়ি পুরসভা এলাকা। জনসংখ্যা প্রায় ১লক্ষ ১০হাজার। দীর্ঘদিন এই পুরসভা কংগ্রেসের দখলে ছিলো। তখন থেকেই পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করার দাবি ওঠে। ক্ষমতায় পালা বদলের পর পুরসভা এখন তৃণমুলের দখলে। ক্ষমতায় বদল এলেও পুরসভা থেকে গিয়েছে সেই তিমিরেই, কর্পোরেশনের দাবি এখনো মেটেনি। উত্তরবঙ্গে একমাত্র কর্পোরেশন শিলিগুড়ি। কিন্তু প্রাচীন এবং বিভাগীয় শহর হওয়া স্বত্তেও সেই তকমা থেকে এখনো বঞ্চিত জলপাইগুড়ি। অভিযোগ, কর্পোরেশন না হওয়ায় উন্নয়নের নিরিখেও পিছিয়ে রয়েছে জলপাইগুড়ি পুরসভা। পাশাপাশি ১লা জানুয়ারি জলপাইগুড়ির জেলার জন্মদিন হিসেবেও পালন করা হয়। জেলার জন্মদিন এবং
নতুন বছরের প্রথম দিনে মুখ্যমন্ত্রীকে কেক উপহার পাঠিয়ে সেই দাবিই আরও একবার উস্কে দিলো যুব কংগ্রেস এবং যুব আইএনটিউসি।
পিংকি বৈদ্য নামে জলপাইগুড়ির এক তরুনী নিজের হাতে সেই কেক বানিয়েছেন। পাশাপাশি দাবি সম্বলিত পোস্টার এবং একটি চিঠিও সঙ্গে দেওয়া হয়েছে দুই সংগঠনের পক্ষ থেকে।
কুরিয়ারের মাধ্যমে এদিন তা মুখ্যমন্ত্রীর ঠিকানায় পাঠানো হয়।

কংগ্রেসের এই দুই সংগঠনের নেতৃত্বের অভিযোগ, জলপাইগুড়ি’তে বর্তমানে ক্ষমতায় থাকা শাসকদলের নেতাদের এই বিষয়ে কোনো উদ্যোগ নেই,নিজেদের চেয়ার বাচাতেই ব্যস্ত সকলে। তাই তারাই এই উদ্যোগ নিয়েছেন।
যদিও এই অভিযোগ খণ্ডন করেছন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল টাউন ব্লক সভাপতি তথা জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুরসভায় দীর্ঘসময় ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস নেতৃত্ব কর্পোরেশনের কথা মুখে বললেও উদ্যোগ নেয়নি। এখন কিছু না বুঝেই রাজনীতি করছে। বর্তমান পুরসভা এই বিষয়ে সচেতন এবং কর্পোরেশন তৈরীর যে নিয়ম রয়েছে তা নিয়ে কাজ চলছে।
এই রাজনৈতিক তরজা চলতেই থাকবে ৷ তবে
এবার অপেক্ষার পালা। কারণ বার্তা পৌছবে রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর কাছে। রিটার্ন গিফট হিসেবে মুখ্যমন্ত্রীর তরফে থেকে কি বার্তা আসে তারই অপেক্ষায় এখন সকলে।

ভিস বাইট👇

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here