উত্তর দিনাজপুর:—— উত্তর দিনাজপুর তথা উত্তরবঙ্গের অন্যতম সেরা দূর্গোৎসব উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ” বিপ্লবী ” ক্লাবের সার্বজনীন দূর্গোৎসবের খুঁটি পুজো হয়ে গেল। এই পুজোর অন্যতম কর্মকর্তা রায়গঞ্জ পুরসভার প্রবীন কাউন্সিলর তপন দাস। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন দক্ষিণ বীরনগর এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বরাবরই ভিন্ন স্বাদের থিম পুজো করে দর্শনার্থীদের মন জয় করে আসছে রায়গঞ্জ শহরের অন্যতম বিগ বাজেটের পুজো ” বিপ্লবী ” ক্লাবের দূর্গাপূজা। কিন্তু এবার বাধ সাধল করোনা। করোনার কারনে বিগ বাজেটের এই পুজো এবার অনেকটাই কাটছাঁট করতে হয়েছে। সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেনা কোনও বড় আড়ম্বর। তবে ছোট করেই থিম পুজো করা হবে। তবে মন্ডপে প্রবেশ করার জন্য পূন্যার্থীদের জন্য থাকবে স্যানিটাইজারের ব্যাবস্থা। স্বেচ্ছাসেবক বাহিনী দিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্কের ব্যাবস্থা করে করোনা সংক্রমণ মোকাবিলার ব্যাবস্থাও রাখা হবে বলে জানালেন পুজো কমিটির কর্মকর্তারা। সোমবার রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী বিপ্লবী ক্লাবের দূর্গাপুজার খুঁটি পুজো অনুষ্ঠিত হল।