রায়গঞ্জ মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।

0
411

রায়গঞ্জ:—-রায়গঞ্জ মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার রাতে ওয়ার্ড ফাঁকা থাকার সুযোগে কেউ বা কাহারা ওই ওয়ার্ডে ঢুকে ভাংচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। ওয়ার্ডে থাকা প্রায় ৯০টি অক্সিজেন ফ্লো মিটারের মধ্যে বেশ কিছু খোয়া গেছে আর বেশকিছু ভাঙা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। সেইসঙ্গে জলের নল, বেসিন ও চিকিৎসার অন্যান্য সরঞ্জামও ভাংচুর হয়েছে ও চুরি গেছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। এদিন রায়গঞ্জ মেডিকেলের সহকারি অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেন, বিষয়টি নজরে আসতেই রায়গঞ্জ থানায় জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে পুলিশ আটকও করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here