রায়গঞ্জ:-রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ১৮০ বেডের হোস্টেল ও একটি অডিটোরিয়াম নির্মানের কথা ঘোষনা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এর পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একটি সংখ্যালঘু হোস্টেল ও আদিবাসী হোস্টেল নির্মানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে সুপারিশ করবেন বলে জানালেন তিনি। রবিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে এক চা চক্রে যোগ দিতে এসে সাংবাদিকদের জানালেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সাথে বৈঠক করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনিল ভুঁইমালী, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ ছাত্র সংসদের নেতৃত্ব।

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলসম্পদ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে ভা চক্রে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রন পেয়ে রবিবার বেলা বারোটা নাগাদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সৌজন্য সূচক চা চক্র অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে আলোচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে একটি ১৮০ বেডের হোস্টেল ও অডিটোরিয়াম নির্মানের আগেই প্রস্তাব পাঠানো হয়েছিল। সেই কাজ যাতে দ্রুত শুরু করা যায় তা তদারকি করার পাশাপাশি আগামীতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংখালঘু ও আদিবাসী হোস্টেল নির্মানের জন্য প্রস্তাব পাঠানোর জন্য বলা হল। এই কাজের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে সুপারিশ করবেন তিনি বলে জানালেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ ও জলসম্পদ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নেতৃত্বের সাথেও কথা বলেন তিনি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনিল ভুঁইমালী জানিয়েছেন, মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকার ছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে হোস্টেল ও অডিটোরিয়াম নির্মানের উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।