রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী কাছে ছুটে যান টুনুয়ার কাছে। তাকে একটি হুইল চেয়ারের পাশাপাশি খাদ্য সামগ্রী সহ শীতের পোশাক ও পলিথিন দিয়ে আসেন

0
312

রায়গঞ্জ:-ট্রেনে দুটো পা কাঁটা পরার পর খোলা আকাশের নিচে দিনরাত কাটাচ্ছেন ভিনরাজ্যের শ্রমিক রায়গঞ্জ উকিলপাড়ার বাসিন্দা টুনুয়া মন্ডল। এই খবর জানার পরেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী কাছে ছুটে যান টুনুয়ার কাছে। তাকে একটি হুইল চেয়ারের পাশাপাশি খাদ্য সামগ্রী সহ শীতের পোশাক ও পলিথিন দিয়ে আসেন কৃষ্ণবাবু। রায়গঞ্জ শহরের পূর্ব উকিলপাড়ার রেললাইনের ধারে ঝুপড়িতে বসবাসকারী টুনুয়া মন্ডল খুব অল্প বয়সেই বাবা-মাকে হারিয়ে অনাথ হয়ে পড়েছিলেন। পেটের তাগিদে ভিনরাজ্যে শ্রমিকের কাজে চলে যায় কিশোর টুনুয়া। দীর্ঘ ১৫ বছর ধরে দিল্লিতে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। ২০১৯ সালে দিল্লিতেই রেললাইন পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়ে টুনুয়া। দুটো পা ট্রেনে কাটা পরে তাঁর। দুবছর ধরে রেলের হাসপাতালেই চিকিৎসা চলার পর সুস্থ হয়ে তাঁর নিজের শহর রায়গঞ্জে ফিরলে সে দেখতে পায় তাঁদের সেই ঝুপড়ির বাড়ি আর নেই। রেলওয়ে বিভাগ তুলে দিয়েছে ঝুপড়ি। একেবারে অসহায় হয়ে পড়ে টুনুয়া। কি করে কাজ করবে, কি খাবে আর কোথায় বা বাস করবে। অবশেষে আস্তানা নিল রেলেরই প্ল্যাটফর্মের ধারে। ছেঁড়া একটা ফ্লেক্স আচ্ছাদন দিয়ে এই শীতেও রাত কাটাচ্ছেন টুনুয়া। রোদ ঝড় বৃষ্টি মাথায় করে অনাহারে অর্দ্ধাহারে দিনাতিপাত করছেন টুনুয়া। আশপাশের লোকজনেরা যে যা খাবার দেয় তা খেয়েই দিন গুজরান হয় তাঁর। টুনুয়ার এই অবস্থার খবর জানতে পেরেই রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী তার কাছে ছুটে গিয়ে হুইল চেয়ার সহ খাদ্যসামগ্রী পলিথিন সহ জিনিসপত্র তার হাতে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here