রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

0
463

চাঁচল:—প্রায় দুই দশকেরও বেশি ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে গ্রামের মূল রাস্তা। ওই রাস্তা সংস্কারের দাবি নিয়ে রাস্তায় ধানের চারা রোপণ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাকা গ্রামের ঘটনা। এদিন ওই গ্রামের প্রবেশে মূলপথ দীর্ঘ প্রায় ষাট দশকের বেশি ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দুই দশক পেরিয়ে যাওয়ার পরেও ওই গ্রামের রাস্তায় পড়েছি একটি ইট বা এক কোদাল মাটি বলে অভিযোগ বাসিন্দাদের।

বাসিন্দাদের আরো অভিযোগ যে, রাস্তা দিয়ে অত্যন্ত বেহাল। প্রতিবছর বর্ষার সময় এক হাঁটু জল কাদায় ভরে থাকে সমগ্র রাস্তা। যান চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলার অযোগ্য হয়ে পড়েছে ওই রাস্তাটি। ওই রাস্তা দিয়ে প্রায় ৬ থেকে ৭ টি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। ওই রাস্তায় দিয়েই গর্ভবতী মহিলা মুহুর্ষ রোগীদের চাঁচল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ষাকালে ওই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে গেলে চরম সমস্যার মুখে পড়তে হয় বাসিন্দাদের বলে অভিযোগ। রাস্তাটি নিয়ে বহুবার গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত প্রশাসনকে লিখিত ও মৌখিক ভাবে অভিযোগ জানানোর পরেও কোনও পদক্ষেপ গ্রহণ করেন নি বলে অভিযোগ। তাই তারা এদিন ওই রাস্তায় ধানের চারা রোপণ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। প্রায় দুই ঘণ্টা ধরে বিক্ষোভ চলার পর বিক্ষোভ তুলে নেন বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here