রাস্তা সংস্কারের দাবিতে আগুন ধরিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ । দিনহাটা 1 নম্বর ব্লকের বড় শোলমারী গ্রামের ঘটনা ।

0
407

কোচবিহার:-রাস্তা সংস্কারের দাবিতে আগুন ধরিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ । দিনহাটা 1 নম্বর ব্লকের বড় শোলমারী গ্রামের ঘটনা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বড় শোলমারীর ঠাকুর পঞ্চানন মোড় থেকে ঝুরিপারা পাঁচ মাথা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে । রাস্তা বেহাল থাকার কারণে প্রতিদিন দুর্ঘটনার কবলে পড়তে হয় সাধারণ মানুষকে। বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও সমস্ত জায়গায় জানানোর পরও কোনো কাজ হয়নি । কিছুদিন আগে এলাকায় পথ অবরোধ করা হয়েছিল রাস্তার দাবিতে সেই সময়ে তাদের আশ্বাস দেওয়া হয় 7 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে । অভিযোগ তারপরেও কোনো কাজ হয়নি বাধ্য হয়ে আজ তারা পুনরায় পদত্যাগ করতে বাধ্য হয়। খবর পেয়ে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ বলতে রাজি হননি গ্রামবাসীরা। অবরোধ এখনো চলছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here