রাস্তা দিয়ে পারাপারের সময় দ্রুত গতিতে আসা মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।

0
1128

চাঁচল:–রাস্তা দিয়ে পারাপারের সময় দ্রুত গতিতে আসা মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত বাইক চালক বর্তমানে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ঘটনাটি ঘটেছে চাচোলের খরবা এলাকার একটি ইটভাটার সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। বয়স ৩৫, বাড়ি চাঁচলের খরবা গ্রাম পঞ্চায়েতের কবাইয়া গ্রামে। পেশায় ট্রাক্টর চালক।

জানা গিয়েছে , এই দিন সকাল দশটা নাগাদ চাঁচলের খরবা এলাকার একটি ইটভাটার সামনে ট্রাক্টর রেখে চা খেতে যাচ্ছিল। হঠাৎই পিছন দিক থেকে আসা একটি মোটর বাইক তাকে ধাক্কা মারে। সেখানে সে লুটিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। অভিযুক্ত ওই বাইক চালকের নাম শেখর ঘোষ, বাড়ি পহরিয়া এলাকায়। বর্তমানে গুরুতর অবস্থায় সেই চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল ও কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here