রাস্তার নরক যন্ত্রনা! প্রসূতি রোগীদের নিয়ে যেতে ভয় পায় টোটো চালকরা

0
454

রাস্তার নরক যন্ত্রনা! প্রসূতি রোগীদের নিয়ে যেতে ভয় পায় টোটো চালকরা। প্রতিবাদে বালুরঘাটে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৫ সেপ্টেম্বর–– রাস্তার নরক যন্ত্রনায় প্রসূতি রোগীদের নিয়ে যেতে ভয় পায় টোটো চালকরা। গ্রাম থেকে মেইন রোডে ওঠার রাস্তার বেহাল পরিস্থিতির প্রতিবাদে হিলি-বালুরঘাট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট ব্লকের খানপুর হাইরোড এলাকায়। সোমবার  সকাল থেকে বাসিন্দাদের দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়েন সাধারণ যাত্রীরা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। যে অবরোধ তুলতে গিয়েই পুলিশের সঙ্গে বাদানুবাদ তৈরি হয়, উত্তেজিত বাসিন্দাদের সাথে। দুই পক্ষেই আঙুল উঠিয়ে চলে কথাবার্তা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের অভিযোগ, খানপুর হাইরোড থেকে গ্রামের প্রাথমিক স্কুল পর্যন্ত রাস্তার বেহাল দশা। ছাত্র-ছাত্রীদেরও পায়ে হেঁটে যেন রাস্তা থেকে বাড়ি যেতে হয়। বেহাল রাস্তার জেরে প্রসূতি মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে চান না টোটো চালকেরাও। কোনো গাড়িও ঢোকে না এলাকায়। দীর্ঘ প্রায় দু কিলোমিটার রাস্তার এমন নরক যন্ত্রণার প্রতিবাদে এদিন একপ্রকার রাস্তায় নামতে বাধ্য হয় গ্রামবাসীরা।     গ্রামের বাসিন্দা দেবাশীষ সরকার ও মামনি বারেকরা জানিয়েছেন, প্রায় ৬০০ পরিবারের বসবাস খানপুর গ্রামে। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনকে একাধিকবার জানিও কোন ফল পাননি বাসিন্দারা। প্রশাসন যতক্ষণ না তাদের রাস্তা সারাই’এর প্রতিশ্রুতি দেয় ততক্ষণ তাদের অবরোধ চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here