শিলিগুড়ি:-রাষ্ট্রের সুরক্ষা নিয়ে যদি কোন রাজ্যের সরকার বিরোধিতা করে,তবে তা স্পষ্ট সে রাষ্ট্র বিরোধী বললেন দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্ত।দিল্লি থেকে আজ সকালে তিনি এসে পৌছান বাগাডোগরা বিমান বন্দরে।সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিতাই এর ঘটনা প্রসঙ্গে বলেন,কেন্দ্রের সরকার বর্ডার দিয়ে অবৈধ কারবার ও অনুপ্রবেশ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে তারফলে পশ্চিমবঙ্গে তৃনমূলের নেতাদের ঘুম উড়ে গিয়েছে।তাই তারা নাটক করছে।আর এরথেকে প্রমানিত যে তারা রাষ্ট্র বিরোধী কাজ করছে।দলবদল প্রসঙ্গে তিনি বলেন,তৃনমূল রাজ্য জুড়ে যে আতঙ্ক তৈরী করে রেখেছে তারফলে অধিকাংশ বিজেপির কর্মকর্তারা বাড়ী থেকে বেড়তে পারছেনা এরফলে তারা তৃনমূলে যেতে বাধ্য হচ্ছে।তবে যারা বিজেপির নীতি মেনে চলে তারা কিন্তুু বিজেপিতে রয়ে গিয়েছে।পেট্রোল ডিজেল প্রসঙ্গে তিনি বলেন কেন্দ্রের সরকার দাম কমালেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এখনও ভ্যাট কমায় নি,তিনি আবেদন করেন মমতা দিদি ভ্যাট কমিয়ে রাজ্যবাসীকে সস্তি দিক।
Home বাংলা উত্তর বাংলা রাষ্ট্রের সুরক্ষা নিয়ে যদি কোন রাজ্যের সরকার বিরোধিতা করে,তবে তা স্পষ্ট সে...