কোচবিহার – : রায়ডাক নদীর শুকনো চর এলাকায় একটি মৃত হরিণ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। রবিবার সকালে তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি -১ নং গ্রাম পঞ্চায়েতের ঘোনাপাড়া এলাকার ঘটনা। মৃত হরিণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আটিয়া মোচড় বনদপ্তর এর কর্মীরা। বনকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অনুমান, গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে ভুটান পাহাড় থেকে জল নেমে আসে রায়ডাক নদীতে। বন্যায় প্রচুর পরিমাণে লাকড়ি ভেসে আসে এই নদীতে। সেই সময় এই হরিণটি ভেসে শুকনো নদীর চরে আটকে থাকে। রবিবার সকালে কয়েকজন নদী পারাপারের সাথে লাকড়ি তুলতে গেলে সেই সময় মৃত হরিণটি দেখতে পেয়ে খবর দেন বনদপ্তর এ। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা।

























