রাত পোহালেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। আর এই ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে শেষ মুহূর্তের ব্যস্ততা । জেলার রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে সকাল থেকে দেখা যায় ভোট কর্মীরা তারা তাদের নিজস্ব সরঞ্জাম নিয়ে ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে। ভোট কর্মীরা জানান পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক এই দেশে এই ভোট উৎসবে ভোট নিতে যাওয়াটা একটা আলাদায় অনুভূতি। তাই ভোট নিতে যাওয়ার জন্য সকাল-সকাল বাড়ি থেকে বেরিয়ে এই ডিসিআরসি সেন্টারে চলে এসেছি রায়গঞ্জে। জানা যায় এবার
১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫ ভোটার মোট 20 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। এর মধ্যে মহিলা ভোটার ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০জন ও পুরুষ ভোটার নয় লক্ষ চব্বিশ হাজার ৮৩৭ জন।
তৃতীয় লিঙ্গের ভোটার ৮৮ জন ।
এবার মোট বুথ 1730 টি এছাড়া
মডেল বুথ ১১ টি।
মোট ভোট কর্মী সংখ্যা আট হাজার ৮৪ জন ।এবার স্পর্শকাতর বুথ ২১০
এরমধ্যে ইসলামপুর মহকুমা ১১১ টি
৯৯ টি স্পর্শকাতর বুথ রায়গঞ্জ মহকুমায়। এবার
মোট কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকছে ১১১ কোম্পানি।ও
মোট রাজ্য পুলিশ চার হাজার। জানা যায় প্রতি বুথে চারজন কেন্দ্রীয় জওয়ান
সব বুথেই ক্যামেরা ও ওয়েব কাস্টিং করার ব্যবস্থা থাকছে।