রায়গঞ্জ:-রায়গঞ্জ ব্লকের বোগ্রাম ছত্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ জলের পাম্প। এর ফলে এলাকায় দেখা দিয়েছে তীব্র জলসংকট। বহু পরিবার বিশুদ্ধ জলের জন্য এই পাম্পের উপর নির্ভরশীল।
এলাকার বাসিন্দা শিল্পী সরকার জানান প্রায় একমাস ধরে এই পাম্পের ট্যাংকিটি খারাপ হয়ে পড়েছে। প্রতিদিনই জলের সমস্যায় পড়তে হচ্ছে। পানীয় জল জোগাড় করাই এখন বড় সমস্যা।
আরেক বাসিন্দা দেবাশীষ ঘোষ বলেন পাম্পের উপরের ট্যাংকিতে ফাটল ধরেছে। জল ধরে রাখা যাচ্ছে না। ফলে এলাকাবাসীর প্রচুর অসুবিধা হচ্ছে। রান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজ সবই বিপর্যস্ত।
অন্যদিকে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য উত্তম কর জানান বিষয়টি একাধিকবার জানানো হয়েছে। এর আগে পাম্পটি খারাপ হয়েছিল, তখনও খবর হয়েছিল এবং পরে ঠিকও হয়েছিল। বর্তমানে আবার খারাপ হয়েছে। বিভিন্ন দফতরে জানানো হলেও এখনও পর্যন্ত মেরামতের কাজ শুরু হয়নি। এখানে কয়েক হাজার মানুষ নির্ভরশীল এই বিশুদ্ধ জলের ওপর।
গ্রামবাসীদের অভিযোগ দ্রুত ব্যবস্থা না নিলে জলের জন্য আরও বড় সমস্যায় পড়তে হবে। এখন প্রশাসনের তৎপরতাই একমাত্র ভরসা