রায়গঞ্জ বিভাগের ৯১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান কোম্পানির তরফে গঙ্গারামপুর ব্লকের হরিহরপুর বিএসএফ ক্যাম্পে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হল, পরিষেবা নিলেন বহু সীমান্তবর্তি এলাকার মানুষজন-বিএসএফের কাজকে সাধুবাদ জানালেন সকলেই
গঙ্গারামপুর ৩১ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর। বিএসএফের সঙ্গে সীমান্ত এলাকার মানুষজনদের সম্পর্ক আরো নিবিড় করে তোলার জন্য একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেডিকেল ক্যাম্প শিবির অনুষ্ঠানের আয়োজন হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকার বিএসএফ ক্যাম্পে ৯১নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানদের তরফে শিবিরের আয়োজন করা হয়। সীমান্ত এলাকার মানুষজন স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্যাপক পরিমাণে ভিড় করে।বিএসএফের কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার শাসকদলের নেতৃত্ব থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীরাও। বিএসএফের ৯১নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের অফিস সূত্রে খবর, বিভিন্ন সময়ে তারা সীমান্তবর্তী এলাকার মানুষজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকেন।সেই বিষয়টিকে সামনে রেখে বুধবার সকাল থেকে গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতে হরিহরপুর সীমান্তবর্তী এলাকার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রেশনেয়ারা মন্ডল , রায়গঞ্জ বিভা গের ৯১নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানে সি ও মোঃ ইসরাইল।এছাড়াও ৯১রায়গঞ্জ বিভাগের বিএসএফ ব্যাটেলিয়ান টু আই সি লিমা টেমজেন ও রাজেশ সিং যাদব, ৯১রায়গঞ্জ বিভাগের গঙ্গারামপুর ব্লকের হরিহরপুর সীমান্তের কোম্পানি ইনচার্জ রাম করন, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য আনারুল মিয়া, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য মিলন দাস সহ সীমান্ত এলাকার বহু গ্রামবাসীর উপস্থিত ছিলেন। রায়গঞ্জ বিভাজের ৯১নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানে সি ও মোঃ ইসরাইল বলেন, বিএসএফের সঙ্গে এলাকাবাসীদের সম্পর্ক নিবিড় হোক। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নেশা বন্ধ হোক এমন শিবের আয়োজন করা। প্রচুর মানুষজন পরিষেবা দেবার জন্য এমন অনুষ্ঠানের আয়োজন করা। বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রোশনারা মন্ডল ও বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির সদস্য আনারুল মিয়ারা বলেন, দেশের যে উদ্যোগ নিয়েছে তাতে সাধুবাদ জানাই আমরা। এমন অনুষ্ঠানের ফলে সীমান্তবর্তী এলাকার মানুষদের সঙ্গে বিএসএফের সম্পর্ক আরো ভালো হবে। ৯১নম্বর রায়গঞ্জ বিএসএফ ব্যাটালিয়নের তরফে গঙ্গারামপুর ব্লকের হরিহরপুর সীমান্তবর্তী ক্যাম্পে বিএসএফের দ্বারা আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে পরিষেবা পেয়ে দুই এলাকার বাসিন্দা জানলেন, এমন অনুষ্ঠান করে আমাদের অনেক অর্থেই উপকৃত হলো। ধন্যবাদ জানাই বিএসএফ কর্তৃপক্ষকে। এমন অনুষ্ঠানে পরিষেবা পেতে মানুষজনদের ভিড় হয়েছিল ব্যাপক পরিমাণে।