রায়গঞ্জে পালিত হল জগন্নাথ দেবের মহাস্নান উৎসব।আর কদিন বাদেই রথযাত্রা উৎসব।

0
263

রায়গঞ্জ:-রায়গঞ্জে পালিত হল জগন্নাথ দেবের মহাস্নান উৎসব।আর কদিন বাদেই রথযাত্রা উৎসব।প্রায় দেড়শো বছরের প্রাচীন রায়গঞ্জ শহরের বন্দর এলাকার রাধাগোবিন্দ মন্দিরে রথযাত্রা উৎসব হয়ে থাকে। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার ছিল জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব।  রায়গঞ্জ শহরের ঐতিহ্যবাহী  বন্দরের রাধাগোবিন্দ মন্দিরে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে ধর্মপ্রান কৃষ্ণভাবামৃত মানুষদের ভীড় ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জের বাইরে থেকেও বহু পূন্যার্থীর সমাগম হয় রায়গঞ্জের এই স্নানযাত্রা উৎসবে।  

মন্দিরের সেবাইত নিমাই মন্ডল জানিয়েছেন, অত্যন্ত নিষ্ঠার সাথে জগন্নাথ দেবের এই পবিত্র স্নানযাত্রা উৎসব পালন করা হচ্ছে। একমাত্র স্নানযাত্রার দিনেই প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ ছুঁয়ে প্রনাম ও পুজো করতে পারেন ভক্তরা। তাই আজকের দিন প্রচুর পূন্যার্থীর সমাগম হয়। বালুরঘাট থেকে আসা অশীতিপর এক বৃদ্ধা পূন্যার্থী জানিয়েছেন, স্নানযাত্রা উৎসবে আসার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। রায়গঞ্জ পুরসভার  স্থানীয় বিদায়ী কাউন্সিলর চৈতালী ঘোষ সাহা জানিয়েছেন, মঙ্গলবার থেকেই রথিযাত্রার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। মঙ্গলবার মহাস্নানযাত্রা দিনে বিগ্রহকে ছুঁয়ে প্রনাম করার সুযোগ পাওয়া যায়। এরপর বন্ধ হয়ে যাবে রাধাগোবিন্দ মন্দিরের দরজা। আবার রথযাত্রার দিন খোলা হবে রায়গঞ্জের এই ঐতিহ্যবাহী রাধাগোবিন্দের মন্দির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here