রায়গঞ্জে গেরুয়া ঝড়, প্রখর দাবদাহ উপেক্ষা করে রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষ

0
154

রায়গঞ্জে গেরুয়া ঝড়, প্রখর দাবদাহ উপেক্ষা করে রামনবমীর মিছিলে হাজার হাজার মানুষ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বুধবার প্রচন্ড দাব দাহ উপেক্ষা করেও ভর দুপুরে বেরোলো রামনবমীর মিছিল। রায়গঞ্জের চন্ডীতলা মোড় থেকে এদিন মিছিল বের করে রায়গঞ্জ শহর পরিক্রমা করে দু ঘন্টা যাবত। একদিকে গেরুয়া পতাকায় বজরংবলী হনুমানের ছবি অন্যদিকে সুসজ্জিত করা হয় শিশুদের রাম সীতা লক্ষণের বেশে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে রামনবমীর মিছিল বিজেপিকে অনেকটাই এগিয়ে দিল বলে মানুষের ধারণা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here