জল, জীবনের অন্যতম ধারক উপাদান। কিন্তু বর্তমান সময়ে এই জলই হয়ে উঠছে এক দুষ্প্রাপ্য জীবন উপকরণ হিসেবে। চলছে তীব্র তাপপ্রবাহ। এখনো আবহাওয়া দপ্তর শোনাতে পারেনি বৃষ্টি নিয়ে কোন আশার বাণী। এরই মধ্যে দিকে দিকে উঠে আসছে জলকষ্টের ছবি। এবার গ্রাম ছাড়িয়ে সেই ছবি ধরা পরল রায়গঞ্জের পৌর এলাকাতেও। রায়গঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে দেখা দিয়েছে জলের আকাল। হ্যান্ডপাম্প বা মোটর কোনটাতেই উঠছে না জল। যার ফলে জলের সংস্থানে যেতে হচ্ছে অন্যত্র। বয়ে আনতে লাগছে বালতি ভরে। এছবি বড় শহর গুলিতে দেখা গেল রায়গঞ্জে খুব একটা চেনা নয়। সাধারণ মানুষের কথায় ব্যবস্থা নেই পৌরপ্রশাসন।
বাইট:
কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু সরকার বা প্রশাসনের উপরেই এর সম্পূর্ণ দায়ভার চাপানো সঠিক হবেনা। সচেতনতা দরকার মানুষের। আধুনিক কৃষিপদ্ধতি বা পুকুর ভরিয়ে নগরায়ন এই অবস্থার প্রধান কারণ। তাদের সাবধান বাণী ‘সতর্ক হোন নতুবা ফল ভুগতে প্রস্তুত থাকুন’।
বাইট:
শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত।