একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে রামপাড়া চ্যাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস নতুন সভাপতি আনসার আলিকে সংবর্ধনা দেওয়া হল। বৃষ্টি উপেক্ষা করে বুধবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বলিপুকুরে অবস্থিত তৃণমূল কার্যালয়ে।
সোমবার গঙ্গারামপুরে সভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরে মঙ্গলবার গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করে জেলার অন্যান্য অঞ্চলের সঙ্গে সঙ্গে তপন ব্লকের গঙ্গারামপুর বিধানসভার অন্তগর্ত ছয়টি অঞ্চলের নতুন অঞ্চল সভাপতিদের নাম ঘোষনা করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল। তাতে দেখা যায় তপনের রামপাড়া চ্যাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি করা হয়েছে দীর্ঘদিনের লড়াকু নেতা আনসার আলিকে। এবং চেয়ারম্যান করা হয়েছে অলোক চকদারকে। এরপরে উল্লাসে ফেটে পড়েন আনসার অনুগামীরা। পাশাপাশি এদিন বৃষ্টি উপেক্ষা করে বলিপুকুরে অঞ্চল তৃণমূল কার্যালয়ে নতুন অঞ্চল সভাপতি আনসার আলি ও চেয়ারম্যান অলোক চকদারকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এলাকার দলীয় কর্মীদের নিয়ে সভা করেন আনসার সাহেব।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর রামপাড়া চ্যাঁচড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস নতুন সভাপতি আনসার আলিকে সংবর্ধনা দেওয়া হল