রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করলো শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ

0
117

শিলিগুড়ি:-

রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করলো শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ।বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব (DCP) দীপক সরকার।জানা গেছে ধৃতরা হল শম্ভু দাস,দেবাশীষ সরকার,শম্ভু মাহাতো,শ্যামল বৈদ্য ও রাজীব বসাক।জানা গিয়েছে মঙ্গলবার রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকার থেকে গ্রেফতার করেছে পুলিশ।প্রসঙ্গত চলতি মাসের ১৯ তারিখ ভোর রাতে প্রায় ৩:৩০ নাগাদ প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরো বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায়।অভিযোগ আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে মারধর করে সন্ন্যাসীদের।এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়।ঘটনার নিন্দা জানায় খোদ প্রধানমন্ত্রী।এরপরই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি।চাপে পড়ে ঘটনায় মূল অভিযোগ থেকে পুলিশ গ্রেপ্তার না করলেও মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করে।ধৃতদের বিরুদ্ধে ৪৫৭,৪২৭,৩২৫,৩৭৯,৫০৬ ও ১২০ (বি) IPC ধারায় মামলা রজ্জু করে তদন্ত শুরু করেছে পুলিশ।রিমান্ডের আবেদন জানিয়ে এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here