রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি! পুজোর পর রাজ্যের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের ডাক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের

0
587

পিন্টু কুন্ডু, বালুরঘাট,  ৭ অক্টোবর  —— প্রায় প্রতিদিনই বাড়ছে রান্নার গ্যাসের দাম। গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে পুজোর পর রাজ্যের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের ডাক  বিজেপির রাজ্য সভাপতির। বৃহস্পতিবার বালুরঘাটে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানিয়ে পোস্টকার্ড বিতরন অনুষ্ঠানের পর এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, বিজেপি শাসিত প্রায় সমস্ত রাজ্যই পেট্রোলিয়াম জাতও দ্রব্যের উপর জিএসটি লাগু হওয়ার পক্ষে সহমত পোষণ করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ এব্যাপারে তাদের আপত্তি জানিয়েছে প্রধানমন্ত্রীকে।

রাজ্য সভাপতির দাবি, তাদের এক্সপার্টরা জানিয়েছে পেট্রোলিয়াম জাতও পন্যের উপর জিএসটি লাগু হলে প্রায় কুড়ি টাকা লিটারে পেট্রোল ডিজেলের দাম কমবে। একইসাথে কমবে জ্বালানি গ্যাসের দামও। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে গ্যাস সহ সমস্ত পেট্রোলিয়াম জাতও পন্যের উপর জিএসটি লাগু করতে পুজোর পর ধারাবাহিক ভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন চালাবে বিজেপি। করোনা কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভূতপূর্ব পদক্ষেপ এবং কর্মকাণ্ডের ফলে ভারতবর্ষ বিপদ মুক্তর পথে পৌঁছাচ্ছে এবং তৎসহ ” প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায়” বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদানের জন্য এদিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টকার্ডের মাধ্যমে চিঠি প্রেরণ কর্মসূচি পালন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাট শহরে খাদিমপুর এলাকায়  নিজের বুথে  পোস্টকার্ডে চিঠি লিখে লেটার বস্কে ফেলে কার্যক্রমটি পালন করেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি। যে কর্মসূচি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েই একথা জানিয়েছেন তিনি।

পুজোর মুখে প্রায় প্রতিদিনই বাড়ছে গ্যাসের দাম। প্রধানমন্ত্রী কে পাঠানো সেই চিঠিতে কি সেটাও উল্লেখ করা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সাধারণ মানুষের পাশে দাড়াতে পুজোর পর রাজ্যজুড়ে আন্দোলন চালাবে বিজেপি। পেট্রোলিয়াম জাতও পন্যের উপর জিএসটি জারি করবার দাবিতে জায়গায় জায়গায় চলবে ডেপুটেশন কর্মসূচি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here