রাত থেকে নিখোঁজ থাকা ভ্যান চালকের রহস্য মৃত্যু বালুরঘাটে, বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার হয় দেহ
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৬ আগস্ট––– রাত থেকে নিখোঁজ থাকা এক ভ্যান চালকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল । বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকেই উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহ । শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট থানার গোবিন্দপুর এলাকার । পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সুনীল টুডু (৪৭)। জানাগেছে, শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিল সুনীল । পরিবারের লোকেরা অনেক খোঁজা খুজির পরেও তাঁর দেখা পায়নি । এদিন সকালেই স্থানীয় একটি পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখেন বাসিন্দারা । খবর দেওয়া হয় বালুরঘাট থানায় । বালুরঘাট থানার পুলিশ পৌঁছে স্থানীয় দুই যুবকের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে । পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।
বৈদ্যনাথ হেমব্রম ও সুনীল কিস্কুরা বলেন, এদিন সকালে একটি পুকুরের জলে ওই ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিয়েছেন তারা। কিভাবে মারা গিয়েছে তা তাদের জানা নেই। পুলিশ তদন্ত করলেই প্রকৃত ঘটনা সামনে আসবে।