পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৭ মে —--রাতের অন্ধকারে নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিন দিনাজপুর জেলার পতিরামে। পুলিশ জানায়, মৃত ওই যুবকের নাম কৌশিক নাথ (৩৮)। বাড়ি পতিরামের বাহিচা এলাকায়। বুধবার রাতে স্নান করবার জন্য আত্রেয়ী নদীতে নামে ওই যুবক। জলের স্রোত বেশি থাকবার কারনে মুহুর্তেই তলিয়ে যায় সে। ঘটনার খবর পেয়ে বাড়ির লোকেরা রাতেই তার খোজাখুজি শুরু করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। যদিও পরে ঘটনা জানবার পর ওই যুবককে খুজতে তৎপর হয় পতিরাম থানার পুলিশ। বৃহস্পতিবার ডুবুরি নামিয়ে আত্রেয়ী থেকে মৃত যুবকের দেহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় রাতের অন্ধকারে নদীতে স্নান করতে নামার কারনেই এমন বিপত্তি।
পতিরাম থানার ওসি বিরাজ সরকার জানিয়েছেন, রাতে দেহ উদ্ধার সম্ভব না হলেও এদিন ডুবুরি নামিয়ে নদী থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।