জলপাইগুড়ি :-
রাতের অন্ধকারে পাচার হচ্ছিলো গাড়ি বোঝাই বিদেশি মদ। অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার সেই মদ উদ্ধার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে রবিবার মধ্যরাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের পাহাড়পুর মোড়ে একটি লরি আটক করে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের তল্লাশিতে সেই লরি থেকে উদ্ধার হয় ৯৫ কার্টুন বিদেশী মদ। ঘটনায় মদ সহ গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা বিহারের বাসিন্দা রাজু কুমার রায় এক ব্যক্তিকে। মদ নিয়ে যাওয়ার কোনো নথি দেখাতে পারেনি ধৃত ব্যক্তি। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, আসাম থেকে বিহারে পাচার করা হচ্ছিলো এই বিশাল পরিমাণ বিদেশী মদ। ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে পেশ করা হয়।
ভিস👇