পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৫ জুন––– রাতের অন্ধকারে ডিউটিরত অবস্থায় পুলিশ অফিসারের মাথায় হাঁসুয়ার কোপ দেওয়ার ঘটনায় চাঞ্চল্য। দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হাসপাতাল মোড় এলাকার এমন ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে আক্রান্ত অফিসারের নাম বিজন চৌধুরী । তপন থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন তিনি । ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
পুলিশ সূত্রের খবর, গঙ্গারামপুরের হাইস্কুল পাড়ার বাসিন্দা বিজনবাবু শুক্রবার রাতে তপন হাসপাতাল মোড় এলাকায় ডিউটি করছিলেন । সেই সময় হঠাৎ করে ধারালো হাসুয়া নিয়ে এসে তাঁর মাথায় কোপ দেন অভিযুক্ত হাসের সরকার বলে অভিযোগ । ঘটনায় রক্তাক্ত হয়ে যান পুলিশের ওই আধিকারিক । তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় তপন হাসপাতালে । সেখান থেকে রেফার করা হয়েছে বালুরঘাট হাসপাতালে । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । অভিযুক্তের ছেলে ফিরোজ সরকারের অবশ্য দাবী, তাঁর বাবা মানসিক ভারসাম্যহীন । নিজের অজান্তেই হাঁসুয়া দিয়ে পুলিশ অফিসারের উপর আক্রমণ করেছেন ।
যদিও জেলা পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন, আক্রান্ত অফিসার বর্তমানে স্থিতিশীল রয়েছেন । তাঁর চিকিৎসা চলছে । অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।