রাতারাতি দ্বিগুণ স্টেশনের পার্কিং চার্জ! অমৃতভারতের নামেই বাড়লো টাকা, বালুরঘাটে টোটোচালকদের বিক্ষোভে নামতে হল আরপিএফ কে
বালুরঘাট, ২৭ অক্টোবর —— রাতারাতি বেড়ে গেল স্টেশনের পার্কিং চার্জ, আর সেই সিদ্ধান্ত ঘিরেই সোমবার সকাল থেকে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট রেলস্টেশনে। টোটোচালকদের ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। প্রতিবাদ জানাতে গিয়েই শেষ পর্যন্ত আরপিএফের হাতে আটক হতে হয় দুই টোটোচালককে। প্রায় এক ঘণ্টা জুড়ে রেলস্টেশন চত্বরে চলতে থাকে উত্তেজনা। পরে অবশ্য পরিস্থিতি সামাল দিতে অভিযুক্ত দুই চালককে ছেড়ে দেওয়া হয়।
রেল সূত্রে জানা গেছে, বালুরঘাট স্টেশনটি সম্প্রতি ‘অমৃতভারত স্টেশন প্রকল্পে’ অন্তর্ভুক্ত হয়েছে। সেই সূত্রেই নতুন নির্দেশিকা মেনে ২৭ অক্টোবর থেকে পার্কিং চার্জ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এই অমৃতভারত প্রকল্পের কোনও দৃশ্যমান উন্নয়ন না দেখে শুধুমাত্র চার্জ বাড়ানোয় ক্ষুব্ধ স্থানীয়রা ও টোটোচালক মহল।
এতদিন পর্যন্ত টোটোচালকরা এক ঘণ্টার জন্য পার্কিং চার্জ দিতেন মাত্র ৫ টাকা। তিন ঘণ্টার জন্য ১০ টাকা। কিন্তু নতুন নিয়মে এক ঘণ্টার জন্যই দিতে হচ্ছে ১০ টাকা, দুই ঘণ্টায় ২০। শুধু তাই নয়, চারচাকা, বাস ও লরির পার্কিংয়েও ধার্য হয়েছে নতুন, বাড়তি হার।
সোমবার সকাল থেকে নতুন হারে রসিদ কাটা শুরু হতেই তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি আর চিৎকারে ফেটে পড়ে পরিবেশ। বিক্ষুব্ধ টোটোচালকরা দাবি করেন, “যেখানে স্টেশনে এখনো কোনও অমৃতভারত স্টেশনের উন্নয়ন দেখা যায়নি, সেখানে আমাদের থেকে দ্বিগুণ টাকা নেওয়া অন্যায়।”
একজন টোটোচালক শ্যামপদ সরকার ক্ষোভের সুরে বলেন, গতকালই ৫ টাকা দিয়েছি, আজ সকালেই বলছে ১০ টাকা! রেলের উন্নয়ন কোথায়? আমাদের উপর অন্যায় চাপানো হচ্ছে। যদি এই নিয়ম চলে, তাহলে যাত্রীদের ভাড়া বাড়াতেই হবে।”
অন্যদিকে, পার্কিং চার্জ আদায়কারী সৈকত দাস জানান,“২৬ অক্টোবর পুরনো টেন্ডারের মেয়াদ শেষ হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী অমৃতভারত স্টেশনের মতো চার্জ নেওয়া হচ্ছে। নির্দেশ রেলের, আমাদের নয়।”
স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন কলকাতা, শিলিগুড়ি-সহ বিভিন্ন প্রান্তে যাওয়ার যাত্রীদের আনাগোনা থাকে কয়েক হাজার। যাত্রীদের শেষ ভরসা টোটোই। তাই এই পার্কিং চার্জ বৃদ্ধিতে সরাসরি আঘাত পড়বে সাধারণ যাত্রীদের পকেটেও।
স্থানীয়দের আশঙ্কা— এভাবে যদি পার্কিং চার্জ বাড়ানো হয়, তাহলে আগামী দিনগুলিতে টোটোচালকদের ধর্মঘট বা বৃহত্তর বিক্ষোভ অস্বাভাবিক হবে না।






















