রাজ্য স্তরের ক্রিয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল বেরুল এসএসকে স্কুলের ছাত্র সহদেব

0
224

রাজ্য স্তরের ক্রিয়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল বেরুল এসএসকে স্কুলের ছাত্র সহদেব। বংশীহারী ব্লক থেকে দেওয়া হল সম্বর্ধনা ও আর্থিক সহযোগিতা করা হলো।

প্রাইমারি স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে এবারের রাজ্য স্তরের ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল বহরমপুরে। বংশীহারী ব্লকের গাঙ্গুলিয়া গ্রাম পঞ্চায়েতের বেরুল এসএসকে স্কুলের তৃতীয় শ্রেণীর এক ছাত্র সহদেব ওরাও ডিস্ট্রিক্ট লেভেলে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে রাজ্য স্তরে খেলবার জন্য বহরমপুরে গিয়েছিলেন। রাজ্যে স্তর থেকেও ১০০ মিটার দৌড় ও ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পুরস্কার নিয়ে এসেছেন জেলাতে। বেরুল এসএসকে স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র সহদেব ওরাও রাজ্য স্তর থেকে প্রথম পুরস্কার অর্জন করায় গর্বিত বলে মনে করছেন বংশীহারী ব্লকের বিডিও ও সভাপতি। সোমবার সহদেব কে বংশীহারী ব্লকে নিয়ে এসে ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি তুলে দেওয়া হয় ৫০০০ টাকার চেক। গত ২০২৩ সালেও প্রথম স্থান অধিকার করেছিল সহদেব বলে জানিয়েছেন বিডিও ও সভাপতি। সেবারও পুরস্কার তুলে দেওয়া হয়েছিল বংশীহারী ব্লকের সহযোগিতায়।

বংশীহারী ব্লক থেকে সম্বর্ধনা ও ফুলের তোড়া পেয়ে খুশি হয়েছে সহদেব ওরাও ও তার পরিবার। পুরস্কার পেয়ে সহদেব জানিয়েছে ভীষণ ভালো লাগছে। আমি পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। সে কারণেই হয়তো আমি প্রথম স্থান অধিকার করতে পেরেছি। স্কুলের শিক্ষক শিক্ষিকা বাবা মারা আমাকে ভীষণভাবে সহযোগিতা করেছে।

এ বিষয়ে বংশীহারী ব্লকের বিডিও সুব্রত বল জানিয়েছেন আমাদের ব্লকের মধ্যে ক্রিয়া প্রতিযোগিতায় রাজ্য স্তর থেকে প্রথম স্থান অধিকার করে পুরস্কার নিয়ে আসা একটি গর্বের বিষয়।

এ বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন সভাপতি হিসেবে আমি গর্বিত, বংশীহারী ব্লকের নাম উজ্জল করবার জন্য। আমরা সহদেবকে সম্বর্ধনা দিলাম ও ৫০০০ টাকার চেকো তুলে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here