রাজ্য সরকার নির্দেশ মতে আজ থেকে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

0
328

কোচবিহার :- রাজ্য সরকার নির্দেশ মতে আজ থেকে খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতেই প্রথম দিন বিভিন্ন স্কুল থেকে শুরু করে কলেজগুলোতে সমস্ত সরকারি বিধি নিষেধ মেনে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে শুরু করেছেন । বেশকিছু ইস্কুলের ছাত্র সংখ্যা একটু বেশি সংখ্যক দেখা গেলেও স্কুলে সেভাবে ছাত্রসংখ্যা দেখা যায়নি । যার কারণ প্রায় 20 মাস পর স্কুল খোলা স্কুলে আসার অভ্যাসে পরিণত হতে হবে ছাত্র-ছাত্রীদের । তবে অন্যান্য স্কুলের সাথে কোচবিহারের ঐতিহ্যবাহী জেনকিনস স্কুল এদিন ছাত্রসংখ্যা দেখা যায় প্রচুর পরিমাণে। স্কুলের পক্ষ থেকে স্কুলগেটে ছাত্রদের জন্য মাক্স স্যানিটাইজার থেকে শুরু করে থার্মাল স্ক্রীনিং ব্যবস্থা করা হয়েছে । স্কুলে এসে খুশি ছাত্ররা । ছাত্ররা বলেন এতদিন বাড়িতে থেকে অনেকটাই তারা বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা করতে পারছিলেন না ভাই স্কুলের পরিবেশ পাচ্ছিলেন না। স্কুল পলাই বন্ধু-বান্ধবের সঙ্গে দেখাও অনলাইনের জায়গা অফলাইন ক্লাস করে তাদের অনেকটাই সুবিধে হবে । বিদ্যালয়ের শিক্ষকরা জানান তারাও ছাত্র-ছাত্রীদেরকে অনেকদিন দূরে ছিলেন । সেখানে দাঁড়িয়ে স্কুল খোলা ছাত্রছাত্রীদের সঙ্গে সামনা-সামনি দেখা সাক্ষাত হলে অনেকটাই পড়াশোনার আরো যে মান কিছুটা হলেও ঘটে গিয়েছিল সেটা বাড়বে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here