রায়গঞ্জ:—রাজ্য সরকারের আর্থিক সহায়তায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন মাইল ফলক সোলার এনার্জি সিস্টেম। উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম রস্যগঞ্জ বিশ্ববিদ্যালয়ই সোলার এনার্জি সিস্টেম চালু করল। এখন থেকে এই সোলার বিদ্যুতের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের সমস্ত বৈদ্যুতিক কাজকর্ম চলার পাশাপাশি বাড়তি এনার্জি বিদ্যুৎ দপ্তরের কাছে বিক্রিও করতে পারব্র রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে এই সোলার এনার্জি সিস্টেমের উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালী। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।

প্রায় একবছর আগে রাজ্য সরকার উত্তরবঙ্গে সর্বপ্রথম রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে সোলার প্রজেক্ট তৈরি করার জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মচারী ও ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমে আজ সেই সোলার এনার্জি সিস্টেম এর উদ্বোধন করা হল। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সোলার এনার্জি সিস্টেমের উদ্বোধন করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে সমস্ত ডিপার্টমেন্ট থেকে শুরু করে ল্যাবরেটরি, হোস্টেল সহ সর্বত্র বিদ্যুতের সরবরাহ হবে এই সোলার এনার্জি সিস্টেম থেকে। শুধু তাই নয়, এখান থেকে বেঁচে যাওয়া বিদ্যুৎ রপ্তানি করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের সোলার প্রজেক্ট থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিদ্যুতের খরচ যোগানোর পরও বাঁচবে বিদ্যুৎ। সেই বেঁচে যাওয়া এনার্জি রাজ্য বিদ্যুৎ বিলি বন্টন সংস্থার কাছে বিক্রিও করতে পারবে। ফলে লাভবান হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন থেকে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে স্বনির্ভর হয়ে উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে খুশীর হাওয়া ছড়িয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।