রায়গঞ্জ:-রাজ্য সরকারের আদিবাসী উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারই মোড়ের এক আদিবাসী পরিবারে। সেই ছবিই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। দুই কন্যা সন্তান নিয়ে অনাহার আর অর্দ্ধাহারে অসুস্থ অবস্থায় চরম কষ্টে পড়ে রয়েছেন বছর ছাপ্পান্নের গুরুতর অসুস্থ বিধবা আদিবাসী মহিলা বাহামনি হেমব্রম । দুই পায়ে গোদ নিয়ে চিকিৎসাহীন অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছেন গোটা পরিবার। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ বিষয়টি জানলেও কিছু সুরাহা করতে পারেন নি। কেন, তার উত্তর নেই! স্থানীয় বাদিন্দারাও আশায় রয়েছেন যদি কোনও স্বেচ্ছাসেবী সংস্থা বা সরকারি পরিষেবা পায় দুর্দশাগ্রস্ত আদিবাসী পরিবারটি।

বেশ কয়েক বছর আগে সাইকেল মেকার স্বামীকে হারিয়েছেন রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারই এলাকার বাসিন্দা অসুস্থ বাহামনি হেমব্রম। বর্তমানে দুই কন্যা সন্তান একজন বাসন্তী বেসরা সুভাষগঞ্জ বালিকা বিদ্যালয়ের এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী আর অপরজন ওই স্কুলেরই নবম শ্রেনীর ছাত্রী ঝুমা বেসরা। একমাত্র রোজগেরে ছেলে গাড়ি চালকের কাজ করে। সে পরিবার ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। দুই মেয়ে নিয়ে বাহামনি হেমব্রমের আয় বলতে কিছুই নেই। প্রায় দিনই অনাহারে কাটাতে হয় তাদের। পড়াশুনার খরচ চালানো তো দূর অস্ত। এদিকে বাহামনি হেমব্রমের দুপায়ের গোদ বেড়েই চলেছে, চিকিৎসা করানোর মতো অবস্থাও নেই। অসুস্থ আদিবাসী বৃদ্ধা বাহামনি হেমব্রম বলেন, প্রায় ২৫ বছর ধরে এই রোগে ভুগছেন তিনি। এখানকার চিকিৎসকেরা বলেছেন বাইরে গিয়ে চিকিৎসা করাতে। সেই সামর্থ্য তাঁর নেই। ভীষন অসহায় হয়ে বলেন, একমাত্র রোজগেরে ছেলে বাড়ি চলে গিয়েছে। এখন সংসারে আয় বলে কিছু নেই। কিভাবে দুবেলা পেটের ভাত জোগার করব আর কিভাবেই বা চিকিৎসা করাবো বা মেয়ে দুটোর পড়াশুনা চালাবো? গ্রামের বাড়ি বাড়ি সার্ভে করতে গিয়ে এই পরিবারটির খোঁজ পেয়েছিলেন সরকারি সার্ভে টিম। ভীষণ অসহায় অবস্থার মধ্যে পড়ে রয়েছে আদিবাসী পরিবারটি। বাহামনির মেয়ে বাসন্তী বেসরা জানিয়েছে, একমাত্র রোজগেরে দাদা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। খুবই অসুবিধার মধ্যে দিন কাটছে তাঁদের। পড়াশুনাও বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের বিনামূল্যে রেশনের চাল দিয়ে কোনওমতে একবেলা খাওয়া হয়। তাও সবদিন খাওয়া জোটেনা। কোনও সহৃদয় ব্যক্তি যদি তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে ওঁরা উপকৃত হয়।

একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বহুদিন আগে ওদের একটি ঘর তৈরি করে দিয়েছিল। সেখানেই কোনমতে তিনটি প্রানী মাথা গুঁজে থাকেন। অসুস্থ বাহামনি হেমব্রমের চিকিৎসার জন্য বহু জায়গায় ঘুরেও কোনও সুরাহা হয়নি। স্থানীয় ৮ নং বাহিন গ্রামপঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য প্রধান মুর্মু জানিয়েছেন বাহামনি হেমব্রমের অসহায়তার কথা তিনি জানেন, বার্ধক্য ভাতা ও চিকিৎসার জন্য বহুবার রায়গঞ্জ ব্লকে ঘুরেছেন কিন্তু কোনও সুরাহা হয়নি। প্রয়োজনে তিনি ওই পরিবারের পাশে দাঁড়াতে তদারকি করবেন। নিজে অসুস্থ, তার উপর দুই মেয়ে পড়াশুনা করে কিন্তু ঘরে খাবারের ব্যাবস্থা নেই চিকিৎসা করানোর কথা মাথায় আনতে পারছেন না চরম অসহায় বাহামনি হেমব্রম। বাহামনির পরিবার ও গ্রামের বাসিন্দারা এখন পথ চেয়ে বসে আছেন সরকার বা কোনও স্বেচ্ছাসেবী সংগঠন যদি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কেউ যদি তাদের পেটের জ্বালা মেটাতে এগিয়ে আসে সেই দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারাও।