রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার এক অফিসার বিজেপির এক বিধায়ককে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সহ সম্পাদক সায়ন্তন বসু

0
1337

জলপাইগুড়ি:-রাজ্য পুলিশের এসপি পদমর্যাদার এক অফিসার বিজেপির এক বিধায়ককে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সহ সম্পাদক সায়ন্তন বসু। বৃহস্পতিবার জলপাইগুড়ির অরবিন্দ অঞ্চলে বিভিন্ন বিষয় নিয়ে ডেপুটেশন কর্মসূচি ছিল বিজেপির। এদিন ডেপুটেশন কর্মসূচিতে শতাধিক মহিলা ও পুরুষ বিজেপি কর্মীরা মিছিল করে অঞ্চল অফিসে আসেন। স্বজন পোষণ সহ একাধিক অভিযোগ নিয়ে ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি কর্মীরা। সায়ন্তন বাবু অভিযোগ করেন, তাদের এক বিধায়ককে তৃণমূলে যোগদান করার প্রস্তাব দিয়েছেন উত্তরবঙ্গের এক পুলিশ সুপার। কিন্তু নাম, পরিচয় বিষয়ে তিনি পরিষ্কার কিছু জানান নি। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রকে অভিযোগ জানানো হচ্ছে বলে তিনি জানান। পাশাপাশি কাট মানি সহ তৃণমূল সরকারের একাধিক অভিযোগ বিষয়ে জনসমক্ষে তুলে ধরেন তিনি। বলেন, টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার কিন্তু বিভিন্ন প্রকল্পের ভুল নাম ভাঙ্গিয়ে টাকা খরচ করছে রাজ্য সরকার। তিনি এর তীব্র প্রতিবাদ জানান। এ বিষয়ে বিস্তারিত তিনি আর কি জানিয়েছেন একবার শুনে নেওয়া যাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here