রাজ্য জমিজট মেটালে ৭ দিনেই ঘেরা হবে উন্মুক্ত সীমান্ত, অনুপ্রবেশ ও পাচারের ঘটনা নিয়ে ঘুরিয়ে রাজ্যের বিরুদ্ধেই তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

0
508

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৫ আগষ্ট—  মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকার জমি দিলে পরের সপ্তাহেই সীমান্তের উন্মুক্ত এলাকা ঘেরা সম্পন্ন করবে কেন্দ্র। দক্ষিণ দিনাজপুর জেলা সফরে এসে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এদিন বালুরঘাটে জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে নিশীথ প্রামানিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অনেক সীমান্ত উন্মুক্ত হয়ে রয়েছে। রাজ্য সরকার জমি দিলে দ্রুততার সঙ্গে বেড়া দেওয়ার কাজ সম্পন্ন হবে।

 
 উল্লেখ্য,  তিনদিক বাংলাদেশ সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুর জেলার  প্রায় ৩৫ কিলোমিটার সীমান্ত  এলাকা আজো উন্মুক্ত হয়ে পড়ে রয়েছে। সেইসব এলাকাকে কাজে লাগিয়ে হিলি, কুমারগঞ্জ গঙ্গারামপুর সহ বিভিন্ন এলাকায় একাধিকবার অনুপ্রবেশ ও পাচারের ঘটনা ঘটেছে। দিন দিন বেড়েও চলেছে সেইসব কারবার। দেশের সুরক্ষায় এমন বিষয় যথেষ্টই উদ্বেগজনক। এদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জেলা সফরের দিনে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার দিকে আরো একবার আঙ্গুল তুলেছে।    

  এদিন দক্ষিন দিনাজপুর জেলায় দলের শহিদ সম্মান যাত্রা কর্মসুচীতে অংশ গ্রহন করতেই মালদা থেকে সড়কপথে জেলায় আসেন নিশীথ প্রামানিক। গঙ্গারামপুরে  দলের দুই শহিদ পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। বুধবার বেলা ১২ টা নাগাদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক মালদা থেকে  সড়ক পথে হরিরামপুরে আসেন। বুনিয়াদপুর   পৌছানোর আগে নমশুদ্রদের একটি সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে সেখান থেকে গঙ্গারামপুরের অনুষ্ঠান সেরে জেলার প্রাচীন ঐতিহ্যবাহী বোল্লা মা কালির মন্দিরে গিয়ে পুজো দেন। এরপরে তিনি সোজা চলে আসেন বালুরঘাটে। পতিরামের দুই শহিদ পরিবারের হাতে শহিদ সম্মান জ্ঞাপন করে বালুরঘাট থেকে সড়ক পথে উত্তরদিনাজপুর জেলায় চলে যান। 


    সীমান্তে কাটা তারের বেড়া ও অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী  নিশীথ প্রামানিক বলেন,  অনুপ্রবেশ আগেও ছিল এখনও চলছে। সব অভিযোগ তাদের কাছে আসে।  কিন্তু রাজ্য সরকারের কাছে বার বার জমি চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।  মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকার জমি দিলে ৭ দিনের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here