রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে বাগডোগরা বিমানবন্দরে বললেন বিজেপি নেতা অভিজিৎ বন্দোপাধ্যায়।
শিলিগুড়ি:-
কাওয়াখালিতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন বিজেপি নেতা অভিজিৎ বন্দোপাধ্যায়।এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আজকে ভাষন দিব কি না তা জানি না তবে আগে মঞ্চে পৌছাই।রাজ্যে সাংঘাতিক খারাপ অবস্থা যা হচ্ছে তা উপর মহলের নির্দেশে হচ্ছে এইটাকে কি আইন শৃঙ্খলা বলে।রাজ্যে ৩৫৬ ধারা জারি করার অবস্থা রয়েছে।সহেন্দখালিতে মা বোনেদের উপর অত্যাচার করা হল মুখ্যমন্ত্রী একদিনও জাননি।সেই এলাকার এমপি একদিনও যায়নি।রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কাছে গোলা পাবে।বাংলায় লোকসভা নির্বাচন যদি অবাধ হয় তাহলে বিজেপি রাজ্যে ভাল করবে।তৃণমূল এমনকি মুছেও যেতে পারে।তমলুকে আমি দাঁড়াচ্ছি না যদি দল বলে তাহলে দাঁড়াবো।রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে কিছু বলার আছে সেই প্রসঙ্গে তিনি বলেন যদি সেই সুযোগ হয় অবশ্যই বলবো