রাজ্যে মধ্যে থেকেও শুধু মাত্র শিলিগুড়ি পুর সভার জন্য রাজ্য সরকারের নিয়ম আলাদা বললেন শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।

0
557

শিলিগুড়ি:-রাজ্যে মধ্যে থেকেও শুধু মাত্র শিলিগুড়ি পুর সভার জন্য রাজ্য সরকারের নিয়ম আলাদা বললেন শিলিগুড়ি প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।পুর সভার বোর্ডের মেয়াদ উত্তির্ন হওয়ার পর প্রশাসক মন্ডলীর চেয়ার ম্যান হন অশোক ভট্টাচার্য। বিধান সভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সেই পদ থেকে ইস্তফা দিয়ে ছিলেন তিনি।নির্বাচন বিধি স্থগিত হওয়ার পর সব পুর সভা গুলিতে পূর্বে যারা দায়িত্বে ছিলেন তাদের ফিরিয়ে নিয়ে আশা হলেও শিলিগুড়ির ক্ষেত্রে ভিন্ন নিয়ম দেখা যায়।তাকে সেই জায়গায় না ফিরিয়ে দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেবকে।বৃহস্পতিবার শিলিগুড়ির অনিশ বিশ্বাস ভবনে এক সাংবাদিক বৈঠক করে অশোক ভট্টাচার্য বলেন শিলিগুড়ি পুর সভার মেয়র হওয়ার পর থেকে রাজ্য সরকার দ্বিচারিতা করে এসেছে।শিলিগুড়িবাসীর দাবি আদায়ের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি করছেন এমনকি ধর্নাও করেছেন কিন্তুু দাবি আদায় করতে পারেন নি তিনি।আজ যারা শিলিগুড়ি পুর নিগমের দায়িত্বে রয়েছেন তাদের কাছে দলবাজি টা প্রথম কোভিড মোকাবেলা নয়।প্রশাসন মন্ডলীর চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর গৌতম দেব বলেছিলেন অশোক ভট্টাচার্যের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কাজ করবেন তারা।সেই প্রসঙ্গকে ব্যাঙ্গ করে তিনি বলেন শিলিগুড়ি বর্তমান প্রশাসক মন্ডলীতে যে চারজন রয়েছে তাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।আমার সেই অভিঞ্জতা নেই তাই তারা আমার অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজন বোধ করেনি।।আমার মানুষের কাছে দায়বদ্ধ,কোন ব্যাক্তির কাছে দায়বদ্ধ নয়।দায়িত্ব নেওয়ার পর সাতদিন কাজ করছি,করোনা মোকাবিলার পাশাপাশি পুর সেবাও পুরবাসীকে দিতে হচ্ছে তাই অশোক বাবু কি বললেন তার উত্তর দিতে চাই না।অশোক ভট্টাচার্যের অভিযোগের প্রতিক্রিয়ায় বললেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ার ম্যান গৌতম দেব।তিনি বলেন দায়িত্ব নেওয়ার পর কলকাতায় গিয়ে ফান্ড জোগার করছি ১৩মাসে যে বকেয়া তিনি রেখে গেছেন তা পরিশোধ করার জন্য।সমালোচনার সময় পড়ে আছে আগে কাজ করতে দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here