রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে বংশীহারী ব্লকের বেশ কয়েকটি রাস্তা, পোস্ট অফিস সহ বস্ত্র বিতরণ করা হলো

0
297

রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে বংশীহারী ব্লকের বেশ কয়েকটি রাস্তা, পোস্ট অফিস সহ বস্ত্র বিতরণ করা হলো।

এদিন প্রথমে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বংশীহারী ব্লকের সভাপতি গণেশ প্রসাদ কে সঙ্গে নিয়ে ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের অঙ্গারুন গ্রামের ২ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে একটি রাস্তার শুভ শিলানাস করেন। এরপর তিনি একটি পোস্ট অফিস এর উদ্বোধন করেন,এরপর তিনি বস্ত্র বিতরণ ও করেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম, বংশীহারী ব্লকের সভাপতি গণেশ প্রসাদ সহ বিভিন্ন নেতা কর্মীরা। উপস্থিত সকলকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর ফিতে কেটে ও প্রদীপ প্রজলন করে নতুন রাস্তার শুভশীলন দাস করেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।

এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ২ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অঙ্গরুন গ্রামে একটি কাঁচা রাস্তা ছিল। ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় ভোট প্রচারে এসে গ্রামের মানুষদেরকে আশ্বস্ত করেছিলাম ভোটে জয়ী হলে সেই রাস্তা পাকা করে দেওয়া হবে। সেই কথা মতোই আজকে সেই রাস্তার শুভ সিলানাস করা হলো।

এ বিষয়ে বংশীহারী ব্লকের সভাপতি গণেশ প্রসাদ জানিয়েছেন, আজকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে আমাদের বংশিহারী ব্লকের একটি রাস্তার শুভ শিলার নাশ করা হলো সেইসঙ্গে তিনি একটি পোস্ট অফিস উদ্বোধন সহ ছোট ফজলাপুর গ্রামে বেশ কিছু দুস্থ মানুষজনদের মধ্যে ইয়ং স্টার ক্লাবের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করলেন।

এ বিষয়ে ক্লাব সেক্রেটারি আবেদুর রহমান জানিয়েছেন, রাজ্যের মন্ত্রী আমাদের গ্রামে এসেছিলেন আজকে। বেশ কিছু দুস্থ মানুষজনদের হাতে শীতবস্ত্র বিতরণ করলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here