পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ জুন ——– রাজ্যের বাইরে থেকে কোনভাবেই পেঁয়াজ আনা হবে না, বাড়াতে হবে জেলায় জেলায় হিমঘরের সংখ্যাও। শুক্রবার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদাকে নিয়ে তিন জেলার একটি রিভিউ মিটিং এ এমনই কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি বলেন, জেলায় জেলায় পেঁয়াজের উৎপাদন বাড়াবার পাশাপাশি তা সংরক্ষনের ব্যবস্থাও করা হয় তার দপ্তরের মাধ্যমে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশও রয়েছে এবিষয়ে বলেও এদিনের বৈঠকে জানিয়েছেন মন্ত্রী।
বিপ্লব মিত্র ছাটাও এদিনের এই রিভিউ মিটিং এ হাজির ছিলেন কৃষি বিপনন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, ছিলেন ওই দপ্তরের চিফ একজিকিউটিভ অফিসার জয়দ্বীপ দত্ত গুপ্তা, উত্তর ও দক্ষিন দিনাজপুরের জেলাশাসক ছাড়াও হাজির ছিলেন বিভিন্ন আধিকারিকরা। এদিন দুপুর থেকে চলা দীর্ঘ প্রায় দু’ঘণ্টার ম্যারাথন বৈঠকে আলোচিত হয় একাধিক বিষয়। যার মধ্যে উল্লেখযোগ্য হিসেবে উঠে আসে উত্তরবঙ্গ জুড়ে জুট ক্যাম্পে ট্রেনিং এর সংখ্যা বৃদ্ধি, মালদা ও দক্ষিণ দিনাজপুরে হিমঘরের সংখ্যা বাড়ানো , উত্তর দিনাজপুরে প্রশিক্ষণের ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। যা দ্রুততার সাথে বাস্তবায়ন করা হবে বলেও আলোচিত হয়েছে এদিনের বৈঠকে।
কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, একাধিক উন্নয়নের বিষয় আলোচিত হয়েছে এদিনের তিন জেলার রিভিউ মিটিং এ। গুরুত্ব দেওয়া হয়েছে জেলাগুলিতে হিমঘরের সংখ্যা বাড়ানোর ব্যাপারে।