শীতল চক্রবর্তী,বুনিয়াদপুর,27শে জুলাই,দক্ষিণ দিনাজপুর:-রাজ্যের কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে বংশীহারী ব্লক কৃষি দপ্তরে কৃষকদের মান উন্নয়ন ও স্বনির্ভর করার লক্ষ্যে 6 দিনের প্রশিক্ষণ শিবির করা হলো বুনিয়াদপুর কিষান মান্ডিতে।
দক্ষিণ দিনাজপুর জেলার রেগুলেটেড মার্কেট কমিটির ব্যবস্থাপনায় কৃষকদের নিয়ে ৬ দিনের প্রশিক্ষণ শিবির শুরু হল। বংশীহারী ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েত থেকে 30 জন আগ্রহে কৃষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। ছয় দিন ধরে কৃষকদের উন্নত পদ্ধতিতে অধিক ফলনশীল ফসল,ফুল,ফল,সবজি ও মাছ চাষ কিভাবে আরো উন্নত পদ্ধতিতে করা যায় সেই বিষয়েই কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ শিবির থেকে। এদিন সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গণেশ পোশাক ছাড়াও বংশেরী ব্লক কৃষি দপ্তরের আধিকারিকেরা। মূলত রাজ্যের কৃষি বিপবণ দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগেই এদিনের এই শিবির বলে জানিয়েছেন বংশীসারী ব্লক কৃষি দপ্তরের আধিকারিকেরা। সোমবার থেকে থেকে শনিবার পর্যন্ত চলছে এই প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ শেষে কৃষকদের প্রত্যেককে একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে ব্লক কৃষি দপ্তরের তরফ থেকে।

এ বিষয়ে বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গনেশ প্রসাদ জানিয়েছেন, আমাদের রাজ্যের কৃষি ও বিপণন দপ্তরের উদ্যোগে ও মন্ত্রির নির্দেশে আমরা আজকে বুনিয়াদপুর কৃষাণ মান্ডি তে কৃষকদের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কৃষকেরা আরও উন্নত পদ্ধতিতে নিজেদের জমিতে ফুল,ফল,সবজি,মাছ এছাড়াও ফসল চাষবাস করতে পারবেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেকটি কৃষকের হাতে একটি করে সার্টিফিকেট ও প্রদান করা হবে। সোমবার থেকে শুরু হচ্ছে শনিবার পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ শিবির।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার আরএমসি সেক্রেটারি মন্টু মন্ডল জানিয়েছেন আজকে আমরা বুনিয়াদপুর কিষাণ মান্ডিতে বংশীহারী ব্লক কৃষি দপ্তরের ব্যবস্থাপনায় একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে আমরা প্রশিক্ষণ দিতে এসেছি। আজকে আনারসের জ্যাম তৈরি করার প্রশিক্ষণ দেওয়ানো হচ্ছে। এর পাসা পাসি অন্যান্য ফলের জ্যাম তৈরি করার পাশাপাশি ফল ফুল সবজি মাছ চাষের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বংশীহারী ব্লক কৃষি দপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।