রাজ্যপাল সন্দেশখালি যেতে পারে, আর চোপড়ায় আসতে পারেন না? স্মৃতি ইরাণী, রাজ্যপাল সবাই সন্দেশখালি চলে যাচ্ছে। আর চোপড়ায় অবৈধভাবে টেন্ডার না করে ড্রেনের মাটি কাটা হচ্ছিল, চারটা বাচ্চা মারা গেলো। অমিত শাহের পদত্যাগ করা উচিৎ নাহলে মৃতদের পরিবারের কাছে ক্ষমা চাওয়া উচিৎ।
– চোপড়ায় ধর্নায় সামিল হয়ে মন্তব্য রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানীর।
সোমবার চোপড়ার ঘটনার প্রতিবাদে বিএসএফের চেতনাগছ বিওপির সামনে অবস্থান বিক্ষোভে মন্ত্রী গোলাম রাব্বানী, তৃনমুলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ অন্যান্নরা