কোচবিহার:- রাজনৈতিক রদবদলের পরই কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফলে মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মী । ঘটনাটি ঘটেছে কোচবিহার 1 নম্বর ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের দেওয়ার হাট বাজার এলাকায় । মৃত তৃণমূল কংগ্রেস কর্মী বক্স মিয়া । আহত অবস্থায় আরেকদিন তৃনমূল কংগ্রেস কর্মী কাইম উদ্দিন মিয়া কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।অভিযোগ যারা তাদের উপর হামলা চালিয়েছে তারা প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম এর হাত ধরেই তৃণমূলে যোগদান করেছিলেন ।
জানা যায় , কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেস রদবদল ঘটে । জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় সড়িয়ে সভাপতি করা হয়েছে গিরীন্দ্রনাথ বর্মন কে । অন্যদিকে রবীন্দ্রনাথকে করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান করা হয়েছে ।অভিযোগ রদবদলের পর দেওয়ারহাট এলাকায় তৃণমূলে পক্ষ থেকে মিছিল করা হয় ।অভিযোগ মিছিল শেষে পার্থ প্রতিম রায় হাত ধরে তৃনমূল যোগদান করা জাহাঙ্গীর আলী নেতৃত্ব একদল দুষ্কৃতী বেশ কয়েকজন তৃনমূল কর্মী উপর হামলা চালায় ।তৃনমূল কর্মী বক্স মিয়া ও কাইম উদ্দিন মিয়া গুরুত্ব অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয় ।বক্স মিয়া অবস্থা গুরুত্ব হওয়ায় তাকে একটি নার্সিং হোম নিয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে সেখানে তার মৃত্যু হয় ।যদিও এই ঘটনা নিয়ে তৃনমূল অভিজিৎ দে ভৌমিক বলেন, দুষ্ক্তিরা এই ঘটনা ঘটিয়েছে।যার পিছনে বিজেপি ইন ধন রয়েছে ।তবে গোষ্ঠী কোন্দল ফলে যে এই ঘটনা ঘটেছে টা স্পষ্ট হস্পাটলে ভর্তি আহত তৃণমূল কর্মী কাইম উদ্দিন মিয়ার বক্তব্যে ।