রাজগঞ্জে কৃষ্ণ দাসকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল টাউন ব্লক এসসি এসটি ওবিসি সেল।

0
489

জলপাইগুড়ি:- রাজগঞ্জে কৃষ্ণ দাসকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করল টাউন ব্লক এসসি এসটি ওবিসি সেল। বুধবার শহরের সমাজ পাড়ায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন সদস্যরা। টাউন ব্লক sc.st.obc সেলের সভাপতি মনিন্দ্র নাথ বর্মন জানান, তাদের একটাই দাবি- এবারের বিধানসভায় রাজগঞ্জের প্রার্থী কৃষ্ণ দাসকে করতে হবে। আগামী দিনে কৃষ্ণ দাসের নেতৃত্বে আমরা সকলেই চলবো বলে জানান তিনি। যেভাবে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন সবসময়- তাই টিকিট পাওয়ার একমাত্র দাবিদার কৃষ্ণ বাবু বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here